• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বিশ্বকাপে তামিমের প্রয়োজনীয়তা অনুভব করছেন বাশার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৩, ০৩:৪৮ পিএম
বিশ্বকাপে তামিমের প্রয়োজনীয়তা অনুভব করছেন বাশার
ফাইল ছবি

বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খানের ইনজুরি যেন শেষ হয়েও হচ্ছে না। অনেকদিন ধরেই পিঠের ইনজুরিতে ভুগছেন তিনি। সম্প্রতি যুক্তরাজ্য থেকে ইনজেকশন নিয়ে দেশে ফিরেছেন। তবে, পুরোপুরি ফিট না হওয়ায় এশিয়া কাপের স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম। এদিকে, মিরপুর চলছে তার পুনর্বাসন প্রক্রিয়া। নিউজিল্যান্ড সিরিজে তাকে দলে পাওয়া যাবে, এমনটাই আশা করছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন।

নিউজিল্যান্ড সিরিজের পরই ভারতে বসবে বিশ্বকাপ। বিশ্ব এই আসরে বাংলাদেশ দলে তামিমের প্রয়োজনীয়তা অনুভব করছেন হাবিবুল বাশার।

শনিবার (১৯ আগস্ট) মিরপুর স্টেডিয়ামে এসব জানান বাশার।

হাবিবুল বাশার সুমন বলেন, “তামিম কঠোর পরিশ্রম করছেন। অনেক চেষ্টা করছে ফিরে আসার জন্য। আমার মনে হয় নির্দিষ্ট সময়ের আগেই ফিরে আসবে। নিউজিল্যান্ড সিরিজেই তাকে ফিরে পাওয়ার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। কারণ বিশ্বকাপের জন্য তামিমকে আমাদের ভীষণ দরকার। তামিমের অভিজ্ঞতা ও পারফরম্যান্স কাজে লাগাতে হবে। তামিম যেভাবে পরিশ্রম করছে ও নিজেকে সময় দিচ্ছে, আমার মনে হয় তিনি সময়ের আগেই ফিরে আসতে পারবেন।”

শনিবার মিরপুরে ব্যাট হাতে অনুশীলন করার কথা ছিল তামিমের। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে হাবিবুল বাশার বলেন, “আমার সঙ্গে আজ তামিমের দেখা হয়নি। অনুশীলনে আমি পরে যাব। আমাদের হাতে সময় আছে। বিশ্বকাপ অক্টোবরে। তার আগে অনেক সময় পাচ্ছে। আমি আশাবাদী, নিউজিল্যান্ড সিরিজের আগে তামিম ঠিক হয়ে যাবে। হয়তো কিছুটা সামান্য ইনজুরি থাকবে। সেটা তামিম জানে। সেই ব্যাপারে নিজেই সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিতে পারবে।”

খেলা বিভাগের আরো খবর

Link copied!