বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেট পর্বের খেলা শুরু হয়েছে। টুর্নামেন্টের ২৫তম ম্যাচে মাঠে নেমেছে স্বাগতিক সিলেট স্টাইকার্স ও রংপুর রাইডার্স। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯২ রান সংগ্রহ করেছে সিলেট।
ম্যাচে টস জিতে রংপুর প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে।
ইনিংসের মাত্র ৪ রানে সিলেটের উইকেটের পতন শুরু হয়। ইনিংসের দ্বিতীয় ওভারে ওপেনার টম মরিস ফেরেন। দলীয় ১২ রানে প্যাভিলিয়নে ফেরেন শান্ত।
সিলেটের দলীয় রান ১২ পার না হতেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। একই রানে সিলেট হারায় ৪ উইকেট। ১৫ রানে টপ ৫ ব্যাটারকে হারিয়ে বেশ চাপে পড়ে তারা।
ইমাদ ওয়াসিম ও থিসারা পেরেরাও আশা জাগাতে পারেননি। ইনিংসের ১৭ রানে পেরেরা ও ১৮ রানে ইমাদ আউট হন। এই ৭ উইকেট হারানো ব্যাটারদের মধ্যে কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
এরপর হাল ধরেন তানজিম হাসান সাকিব ও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দলীয় রান ১৮ থেকে ৬৬ রানে নিয়ে থামেন অধিনায়ক মাশরাফি। তার ব্যক্তিগত রান ২১। আর ১৯ রান যোগ করে সাকিবও একই পথ ধরেন। তবে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৪১ রান।
নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯২ রান করে সিলেট।