• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬
গ্লোবাল টি-টোয়েন্টি লিগ

লিটনের ব্যর্থতার দিনে ফাইনালে সারে জাগুয়ার্স


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৩, ০১:০৭ পিএম
লিটনের ব্যর্থতার দিনে ফাইনালে সারে জাগুয়ার্স
লিটন দাস, ছবি: সংগৃহীত

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে আরও এক ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ লিটন দাস। শুক্রবার (৪ আগস্ট) প্রথম কোলিফায়ারে ভ্যাঙ্কুভার নাইটসের বিপক্ষে মুখোমুখি হয় লিটনের দল সারে জাগুয়ার্স। এই ম্যাচে লিটন ১৯ বলে ১৬ রান করলেও তার দল ৩৮ রানে ম্যাচ জিতে ফাইনালের টিকেট নিশ্চিত করেছে।

ব্রাম্পটনে টস হেরে ব্যাটিংয়ে নামে সারে জাগুয়ার্স। সারে হয়ে ইনিংস শুরু করতে আসেন মোহাম্মাদ হারিস ও জাতিন্দর সিং তারা দুই জনে ২৩ বলে ৩৪ রানের জুটি গড়েন। হারিস ১৫ বলে ২০ রান করে ফিরলে তাদের ওপেনিং জুটি ভাঙে। এরপর উইকেট কিপার ব্যাটার লিটন ব্যাটিংয়ে নামেন। তিনি ব্যাটিংয়ে নামার ১ ওভার পরেই জাতিন্দর সিং ১৩ বলে ১৫ রান করে বিদায় হন।

এরপর টাইগার ব্যাটারের ধীরগতির ইনিংসে প্রথম বাউন্ডারি আসে ওয়েস্ট ইন্ডিজ স্পিনার ফ্যাবিয়ান অ্যালেনের বলে। এই স্পিনারের পরের ওভারেও লং অনের উপর দিয়ে ছক্কা মারেন সারের সহকারী অধিনায়ক লিটন। এই ছক্কাতে লিটন ঈঙ্গিত দিচ্ছিলো বড় ইনিংসের কিন্তু সেটা আর হলো না।

তিনি আবারও ব্যাটিং ব্যর্থতাকে পুঁজি করে সাঁজ ঘরে ফিরলেন। ১৯ বলে ১ চারে ১ ছক্কা ১৬ রানে কার্তিক মিয়াপ্পানের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন প্যাভিলিয়ানে। লিটনের বিদায়ের পর সারের অধিনায়ক ইফতেখার আহমেদের ২৮ বলে ৩৬ এবং আয়ান খানের ২০ বলে ২৯ রানের কল্যাণে সারে জাগুয়ার্স ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৩৯ রান সংগ্রহ করে।

জবাবে ভ্যাঙ্কুভার নাইটস ১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ৩১ রান তুলতে ৪ উইকেট হারায়। নিয়তিম বিরতিতে উইকেট হারাতে থাকে নাইটসরা। তাদের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ফ্যাবিয়ান অ্যালেনের ব্যাট থেকে আসে ২০ বলে ২৭ রান। ম্যাথু ফোর্ডের নিয়ন্ত্রিত বোলিংয়ে নাইটসরা ১৬ ওভার ৪ বলে ১০১ রান করে অল আউট হয়ে যায়।  এতেই লিটনের দল সারে জাগুয়ার্স প্রথম কোয়ালিফায়ারে ৩৮ রানের জয় নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলে। ম্যাথু ফোর্ড ২ ওভার ৪ বল করে ১৬ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন।

আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে ভ্যাক্ঙুভারের মুখোমুখি হবে মন্ট্রিয়াল টাইগার্সের বিপক্ষে। এখান থেকে যে দল জয়ী হবে তারা লিটনদের সঙ্গে ফাইনালে মুখোমুখি হবে রোববার(৬ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১০ টায়।
 

খেলা বিভাগের আরো খবর

Link copied!