বিশ্বকাপ খেলা প্রতিটি ক্রিকেটারের স্বপ্ন। তবে শেষ মুহূর্তে কারও স্বপ্ন সত্যি হয়, কারও বা হাতাশার হয়ে থাকে। ভারত বিশ্বকাপে খেলতে না পারার তালিকায় সবার ওপরেই উঠে আসবে বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবালের নাম। এছাড়াও ভারত বিশ্বকাপে আলো ছড়ানোর সম্ভাবনা থাকলেও, শেষ পর্যন্ত খেলা হচ্ছে না ওয়ানিন্দু হাসারাঙ্গা, নাসিম শাহর মতো তারকাদের। বিশ্বকাপ মিস করা ক্রিকেটারদের নিয়ে থাকছে এবারের প্রতিবেদন।
মাস তিনেক আগেও তিনি ছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটা রাঙাতে চেয়েছিলেন। তবে, চাওয়া আর পাওয়া এক হয়নি। বিশ্বকাপের আগে দল ঘোষণা নিয়ে বাংলাদেশে যত নাটক হয়েছে তা বিশ্বের অন্য কোনো দলে হয়নি। আইসিসির বেঁধে দেওয়া সময়সূচির শেষ সময়ে এসে দল ঘোষণা করে বিসিবি। যেখানে অপ্রত্যাশিতভাবে বাদ পড়েন তামিম ইকবাল।
এরপরেই নাটক চলে দেশের ক্রিকেট পাড়ায়। অভিযোগ আর পাল্টা অভিযোগে বিশ্বকাপের আগে ক্রিকেট যেন রূপ নেয় রং তামাশায়। ফিটনেস ইস্যুতে তামিমকে রাখা হয়নি বিশ্বকাপের দলে। বিশ্বকাপে তামিমের খেলা নিয়েও বাধ সাধেন অধিনায়ক সাকিব আল হাসান।
বাংলাদেশ দল দেশ ছাড়ার পর তামিম ভিডিও বার্তায় জানান, তাকে মিডল অর্ডারে ব্যাট করতে বলার কারণে তিনি নিজেই নাকি যেতে চাননি বিশ্বকাপের দলের সঙ্গে। পরে গণমাধ্যমে তা অস্বীকার করেন অধিনায়ক সাকিব। সমর্থকদের হৃদয় ভাঙলেও তাতে কান দেওয়ার সময় কোথায় নীতি নির্ধারকদের? ২৪৩টি ওয়ানডে ম্যাচে ৮৩৫৭ রান তামিমের। সেঞ্চুরি ১৪টি।
এছাড়া পেসার এবাদতকে মিস করবেন দেশের ক্রিকেটপ্রেমীরা। ইনজুরিতে এশিয়া কাপের পর বিশ্বকাপও শেষ হয়ে গেছে এই পেসারের।
এবারের বিশ্বকাপের অন্যতম আলোচিত বোলার নাসিম শাহ। বিশ্বকাপ হতে পারতো বর্ণিল। কিন্তু ইনজুরি ছিটকে দিয়েছে পাকিস্তানের প্রতিভাবান এই পেসারকে। সবশেষ এশিয়া কাপে ইনজুরিতে পড়েছিলেন। সেটাই কাল হয়েছে তার জন্য। বিশ্বকাপটাই শেষ হয়ে গেছে নাসিমের।
অন্যদের চেয়ে জেসন রয়ের গল্পটা একটু আলাদা। ইংল্যান্ডের বিশ্বকাপের প্রাথমিক দলে জায়গা পেয়েছিলেন। কিন্তু হ্যারি ব্রুককে জায়গা করে দিতে তাকে বাদ দেয় ইসিবি। ২০১৯ সালের বিশ্বকাপজয়ী এই তারকার বাদ পড়ায় তার আন্তর্জাতিক ক্যারিয়ারও শেষ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
২০২২ সালের এশিয়া কাপের সেরা তারকা ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ছাড়াই এবার বিশ্বকাপ খেলতে হবে শ্রীলঙ্কাকে। হ্যামস্ট্রিং ইনজুরিতে খেলতে পারেননি এশিয়া কাপ। দুষ্মান্ত চামিরার সার্ভিসও পাচ্ছে না শ্রীলঙ্কা।
ভারত বিশ্বকাপেও তাকে থাকতে হবে দর্শক হয়ে। ২০২২ সালের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার মাইকেল ব্রেসওয়েলকে এবার পাচ্ছে না নিউজিল্যান্ড। গেল জুনে ইংলিশ কাউন্টিতে খেলার সময় ইনজুরিতে পড়েন। সেটাই শেষ পর্যন্ত ছিটকে দিয়েছে তাকে।