• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬
ওয়ানডে সিরিজ

বৃষ্টি আইনে কিউইদের হারিয়ে এগিয়ে গেল লঙ্কানরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪, ০২:৩৬ এএম
বৃষ্টি আইনে কিউইদের হারিয়ে এগিয়ে গেল লঙ্কানরা
দুই সেঞ্চুরিয়ান আভিস্কা ও কুশল। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজ ১-১ ব্যবধানে ড্র করার পর সফরকারী নিউজিল্যান্ডকে প্রথম ওয়ানডে ম্যাচে বৃষ্টি আইনে ৪৫ রানে পরাজিত করে শ্রীলঙ্কা। 

বুধবার রাতে ডাম্বুলায় অনুষ্ঠিত ম্যাচে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে কুশল মেন্ডিস ও আভিস্কা ফার্নান্ডোজের জোড়া সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩২৪ রান করার পর বৃষ্টি নামে। ফলে খেলা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ওভার কমিয়ে কিউইদের জয়ের টার্গেট দেওয়া হয় ২৭ ওভারে ২২১ রান। কিন্তু তারা ৯ উইকেটে ১৭৫ রান করে। 

কুশল ১৪৩, আভিস্কা ১০০ ও অধিনায়ক আশালাঙ্কা ৪০ রান করেন। নিউজিল্যান্ডের জাকোব ডাফি ৩টি উইকেট পান। 

নিউজিল্যান্ডের উইল ইয়ং ৪৮ ও টিম রবিনসন ৩৫ রান করেন। শ্রীলঙ্কার মাধুসংকা ৩টি উইকেট লাভ করেন। ম্যাচসেরা হন কুশল। 

এরআগে, শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে ম্যাচে ৪ উইকেটে জয়লাভ করে। আর দ্বিতীয় ও শেষ ম্যাচে নিউজিল্যান ৫ রানে জয়লাভ করে।  

১৭ ও ১৯ নভেম্বর পাল্লেকেলেতে শেষ দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, বৃষ্টিতে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ বিঘ্নিত হলে কিংবা আলোক স্বল্পতার কারণে নির্ধারিত পুরো সময় খেলা সম্ভব না হলে ওভার, রান ও উইকেটের সঠিক হিসাব-নিকাশের ব্যবহার করে পরে ব্যাট করা দলকে যে পরিবর্তিত লক্ষ্যমাত্রা দেয়া হয় সেই লক্ষ্যমাত্রা নির্ধারণের পদ্ধতিকেই বলা হয় বৃষ্টি আইন বা ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) মেথড। 

খেলা বিভাগের আরো খবর

Link copied!