• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

থাইল্যান্ডের বিপক্ষে লঙ্কান মেয়েদের সংগ্রহ ১৫৬


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২২, ১১:০০ এএম
থাইল্যান্ডের বিপক্ষে লঙ্কান মেয়েদের সংগ্রহ ১৫৬

নারীদের এশিয়া কাপ টুর্নামেন্টের সপ্তম ম্যাচে আজ মঙ্গলবার (৪ অক্টোবর) দিনের প্রথম ম্যাচে মাঠে নেমেছে শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। সিলেট স্টেডিয়ামে টস জিতে লঙ্কান মেয়েরা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৬ রান করে তারা।

লঙ্কান ব্যাটারদের দাপটে তেমন সুবিধাই আদায় করতে পারেনি থাইল্যান্ডের বোলাররা। শ্রীলঙ্কার দুই ওপেনারের দাপটে তাদের প্রথম উইকেটের পতন ঘটে দলের ৬৩ রানে। হর্ষিতা মাদাভি দিসানায়েকে সমরবিক্রমের ব্যাট থেকে আসে ৬৯ বলে ৮১ রান। তার ইনিংসটি সাজানো ছিল দশটি চারে। তার অবদানে বেশ বড় রানের সংগ্রহের পথে এগিয়ে যায় দলটি।

বাকি ব্যাটারদের মধ্যে নীলাক্ষী ডি সিলভা ২১ বলে ৩৯ রান করেন। তাদের ইনিংস থামে ৫ উইকেটে ১৫৬ রানে।

থাইল্যান্ডের থিপাচা পুত্থাওং দুটি উইকেট পান। একটি করে উইকেট পান নাটায়া বুচথাম ও সুলিপর্ন লাওমি। 

Link copied!