সিরিজের চতুর্থ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ১৬৪ রানের ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের ৪১৭ রানের জবাবে ২৫২ রানে থেমেছে সফরকারী অজিদের ইনিংস। এই জয়ে সিরিজে সমতায় ফিরল প্রোটিয়ারা। সিরিজ এখন ২-২এ।
৪১৭ রানের বিশাল টার্গেট চেজ করতে নেমে ২২ রানে ২ উইকেট হারিয়ে ফেলে অজিরা। ১২ রানে ডেভিড ওয়ার্নার ও ৬ রানে ফিরে যান মিচেল মার্শ। ট্রাভিস হেড ১৭ রান করার পর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন।
এরপর একপ্রান্ত আগলে খেলতে থাকেন আলেক্স ক্যারে। তাকে কিছু সময়ের জন্য মার্নাস লাবুশেন, মার্কাস স্টোইনিস, টিম ডেভিড ও নাথান ইলিস সঙ্গ দেন। লাবুশেন ২০, স্টোইনিস ১৮, টিম ডেভিড ৩৫ ও নাথান ইলিস ১৮ রান করেন। সেঞ্চুরির দ্বারপ্রান্তে চলে যান ক্যারে। তবে ৯৯ রানে তাকে সাজঘরে ফেরান কাগিসো রাবাদা। ৭৭ বলে তার ইনিংসটি সাজানো ছিল ৯টি চার ও ৪টি ছয়ের মারে। প্রোটিয়াদের হয়ে লুঙ্গি এনগিদি ৪টি, কাগিসো রাবাদা ৩টি উইকেট নেন।
এরআগে, শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সেঞ্চুরিয়ানে ৫ উইকেটে ৪১৬ রান তোলে দক্ষিণ আফ্রিকা। যা ওয়ানডেতে তাদের তৃতীয় সর্বোচ্চ। ব্যাট হাতে ঝড় তোলেন হেনরিক ক্লাসেন। মাত্র ৫৭ বলে তুলে নেন সেঞ্চুরি। পঞ্চম উইকেটে মিলারকে সাথে করে ওয়ানডেতে দ্রুততম ৯৪ বলে ২২২ রানের জুটি গড়েন ক্লাসেন। শেষ পর্যন্ত ১৭৪ রানে থামেন তিনি।
মিলার অপরাজিত ছিলেন ৮২ রানে। ওডিআইতে প্রোটিয়ারাই সবচেয়ে বেশি সপ্তমবার ৪০০ বা তার বেশি রান করেছে। আর ওয়ানডেতে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড গড়েছেন অ্যাডাম জাম্পা। ১০ ওভারে দিয়েছেন ১১৩ রান।
১৭ই সেপ্টেস্বর সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।