• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

সাকিবের পর এবার বাবরের পেছনে লেগেছেন শেবাগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৮, ২০২৪, ০৩:০৬ পিএম
সাকিবের পর এবার বাবরের পেছনে লেগেছেন শেবাগ
বাবর আজম। ছবি: সংগৃহীত

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পর এবার অন্যতম বিশ্বসেরা ব্যাটার বাবর আজমের পেছনে লেগেছেন ভারত জাতীয় দলের সাবেক ব্যাটার বীরেন্দর শেবাগ। পাকিস্তান দল চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সুপার এইটে উঠতে পারেনি। এরপরই শেবাগ বাবরকে নিয়ে মন্তব্য করেছেন। শেবাগ বলেছেন, ‍‍`বাবর আজমের পাকিস্তান দলে থাকা উচিত নয়।     বাবর টি-টোয়েন্টি ক্রিকেটের উপযুক্ত নন।‍‍` বাবর বিশ্বকাপে ৪ ম্যাচে ৪০.৬৬ গড়ে ১২০ রান করেন, তার স্ট্রাইকরেট ১০০ এর সামান্য বেশি। পাকিস্তানের শুধু বাবরই নন, বেশিরভাগ খেলোয়াড়ই বাজে পারফর্ম করেছেন বলেই দলটি সুপার এইটে উঠতে ব্যর্থ হয়েছে। সেখানে শুধু বাবরের উপর ক্ষোভ ঝাড়লেন শেবাগ। তার 
কারণ অবশ্য স্পষ্ট নয়। এরআগে সাকিবকে বাড়াবাড়ি করেছেন এবং বাজে মন্তব্য করেছেন শেবাগ। তিনি বলেছেন, সাকিবের উচিত টি-টোয়েন্টি থেকে অবসরে যাওয়া। অথচ, সাকিবের অলরাউন্ডিং নৈপূন্যেই বাংলাদেশ সুপার এইটে উঠেছে।  কিন্তু শেবাগ ভারতের বিরাট কোহলির ব্যাটিং ব্যর্থতা নিয়ে ক্কোন কথা বলছেন না। নিজে কখনো বিশ্বসেরা হওয়ার যোগ্যতা দল দেখাতে পারেননি, অথচ, বিশ্বসেরাদের বিরুদ্ধে কথা বলছেন শেবাগ। 

Link copied!