আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। টস হেরে এদিন আগে ফিল্ডিং করছে টাইগাররা, একাদশে রয়েছেন তিন পেসার। দলকে প্রথম ব্রেক থ্রু এনে দিয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।
ইনিংসের চতুর্থ ওভারে আইরিশ ওপেনার মুরে কমিন্সকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন শরিফুল। এই বাঁহাতির ভিতরে ডোকা বল সরাসরি আঘাত করে কমিন্সের স্টাম্পে।
সাথে সাথে আউটের আবেদন করেন শরিফুল। আর তাতে সাড়া দিতে খুব বেশি সময় নেননি আম্পায়ার। এদিন শুরু থেকেই আগ্রাসী ফিল্ডিং সাজিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
ইনিংসের প্রথম বল থেকেই স্লিপে রয়েছে তিনজন ফিল্ডার। দুই পাশ থেকেই পেসারদের একের পর এক আগুনঝড়া ডেলিভারি সামলাতে হিমশিম খাচ্ছেন আইরিশ ব্যাটাররা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাঁচ ওভারে এক উইকেট হারিয়ে আইরিশদের সংগ্রহ ১৩ রান। নতুন ব্যাটার হিসেবে উইকেটে এসেছেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু ব্যালবার্নি। অন্যপান্তে সাত রান নিয়ে ব্যাটিং করছেন জেমস ম্যাকলুকলাম।