দারুণ এক সফল মিশন শেষ করে বাংলাদেশ দল দেশে ফিরেছে। তারা এখন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যে দলের খেলোয়াড় ও কোচ-কর্মকর্তা দেখা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুসের সঙ্গে।
ভারতে দলটি যাবে রোববার। তার আগে একটি সুখবর এসেছে খেলোয়াড়দের জন্য। আগামীকাল শনিবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে খেলোয়াড়দের পাকিস্তান সিরিজ জয়ের বোনাসের অর্থ প্রদান করা হবে। সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ পুরস্কারের অর্থ তুলে দেবেন খেলোয়াড়দের কাছে।
বাংলাদেশ পাকিস্তান সফরে প্রথম টেস্টে ১০ উইকেটে এবং দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে স্বাগতিক দলকে পরাজিত করে। আসন্ন ভারত সফরে বাংলাদেশ দুটি টেস্ট ম্যাচ খেলবে। ১৯ সেপ্টেম্বর শুরু হবে প্রথম টেস্ট। ২৭ সেপ্টেম্বর দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে। সফরে বাংলাদেশ তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজও খেলবে।