• ঢাকা
  • শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১, ৮ রবিউস সানি ১৪৪৬
সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল

শিরোপা জিতে শামসুন্নাহার-রুপনার প্রশংসায় ছোটন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৩, ১২:৫২ এএম
শিরোপা জিতে শামসুন্নাহার-রুপনার প্রশংসায় ছোটন

নারীদের বয়সভিত্তিক ফুটবলে সাম্প্রতিক সময়ে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে বাংলাদেশ। সেই ধারাবাহিকতা বজায় রেখে সাফ অণূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপাও ঘরে তুলেছে বাংলাদেশ। ম্যাচ শেষে আরও একটি শিরোপা জেতার অনুভুতি জানাতে নানা বিষয়ে কথা বলেছেন দলটির হেড কোচ গোলাম রাব্বানি ছোটন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথমেই এই সাফল্যের জন্য নিজেকে কৃতিত্ব দিতে অপারগাতা প্রকাশ করলেন ছোটন। এই সাফল্যের পিছনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে শুরু খেলোয়াড়-কোচিং স্টাফ সবাইকে দিয়েছেন তিনি।

ছোটন বলেন,  “ফেডারেশনের সমর্থন, খেলোয়াড়দের-কোচিং স্টাফদের অক্লান্ত পরিশ্রম সবকিছুর সম্মিলিত ফসলই হচ্ছে এই শিরোপা।”

সাফ অনূর্ধ্ব-২০ এর এবারের আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অধিনায়ক শামসুন্নাহার। অন্যদিকে সেরা গোলরক্ষকের পুরস্কার উঠেছে রুপনা চাকমার হাতে। ম্যাচ শেষে দুজনকেই প্রশংসা বৃষ্টিতে ভাসিয়েছেন ছোটন।

“শামসুন্নাহার নিয়েকে আমি ম্যাচের আগেও বলেছি, সে আমাদের মূল খেলোয়াড়। সে দলের জন্য আলাদা অনুপ্রেরণা যোগায়। রুপনা ইতোমধ্যেই দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক হয়েছে। গতকাল তার প্রতি আমার বার্তা ছিল যে, কালকে আরেকটা টুর্নামেন্টে সেরা হওয়ার সম্ভাবনা আছে। তুমি তোমার বেস্টটা দেবে, রুপনা সেটাই করেছে” যোগ করেন ছোটন।

Link copied!