• ঢাকা
  • রবিবার, ১৫ জুন, ২০২৫, ১ আষাঢ় ১৪৩২, ১৮ জ্বিলহজ্জ ১৪৪৬

অসুস্থতার কারণে অনুশীলনে নেই শামীম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৩, ০৩:৩২ পিএম
অসুস্থতার কারণে অনুশীলনে নেই শামীম

ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের জন্য জাতীয় দলের সঙ্গে সোমবার (২১ আগস্ট) ভারতের ভিসার আবেদন করেন শামীম পাটোয়ারি। ভিসা আবেদনের পরের রাতে অসুস্থ হয়ে পড়েছেন তিনি।সোমবার রাতে কয়েকবার বমি করার কারণে শামিম অসুস্থ পড়েন। যার জন্য মঙ্গলবার (২২ আগস্ট) মিরপুরে জাতীয় দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি।

বাংলাদেশ এশিয়া কাপ খেলতে দেশ ছাড়বে ২৬ আগস্ট। এশিয়া কাপের ১৭ সদস্যের দলে রয়েছেন এই অলরাউন্ডার। এই টুর্নামেন্টকে সামনে রেখে এখন হোম অফ ক্রিকেট মিরপুরে নিয়মিত অনুশীলন চলছে। সেই অনুশীলন ক্যাম্পে মঙ্গলবার ছিলেন না শামীম।

অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি বলেন, “সোমবার রাতে একটু অসুস্থ হয়ে পড়ে শামীম। কয়েকবার বমি করে। যে কারণে আজকের অনুশীলনে আসেনি। আবারও বলছি, ইনজুরি নয়, সে অসুস্থ। দ্রুতই মাঠের অনুশীলনে ফিরবে।”

Link copied!