টানা দুইবার অবিক্রিত সাকিব, সঙ্গী লিটন-তাসকিন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২২, ০৬:৫০ পিএম
টানা দুইবার অবিক্রিত সাকিব, সঙ্গী লিটন-তাসকিন

আইপিএলের মিনি নিলামে অবিক্রিত থেকে গেলেন সাকিব আল হাসান। এই নিয়ে টানা দুই আইপিএলে তাকে দেখা যাবে না। সাকিব ছাড়াও অবিক্রিত থেকে গেছেন ব্যাটার লিটন কুমার দাস ও পেসার তাসকিন আহমেদ।

শুক্রবার (২৩ ডিসেম্বর) কোচিতে আয়োজিত হচ্ছে আইপিএলের ২০২৩ আসরের নিলাম। এবারের নিলামে সাকিবের ভিত্তিমূল্য ছিল দেড় কোটি রুপি। সর্বশেষ আসরে তার ভিত্তিমূল্য ছিল দুই কোটি রুপি। ভিত্তিমূল্য কমানোর পরও তার প্রতি আগ্রহ প্রকাশ করেনি কোনো দল।

সাকিব ছাড়াও আইপিএলের নিলামে নাম দিয়েছেন বাংলাদেশের আরও তিন ক্রিকেটার। তাদের মধ্যে তাসকিন আহমেদ ও লিটন দাসকে দলে ভেড়াতে কোনো দলই আগ্রহ প্রকাশ করেনি। বাকি থাকা আফিফ হোসেনের নাম এখনো নিলামে ওঠেনি।

এই চার ক্রিকেটারকে নিলামে উঠলেও আগেই মোস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস। ২০২২ আসরেও দিল্লির জার্সিতে খেলেছিলেন কাটার মাস্টার।

সাকিব-তাসকিন-লিটন ছাড়াও আইপিএলের নিলামে প্রোটিয়া ক্রিকেটার রাইলি রুশো ও ইংলিশ ক্রিকেটার জো রুটকে কিনতেও আগ্রহ দেখায়নি কোনো দল।

আইপিএলের নিলামে ৯৯১ জন ক্রিকেটারের নাম ছিল। সেখান থেকে ৪০৫ জনকে নিলামে তোলা হয়েছে। এখান থেকে ৮৭জন ক্রিকেটার দল পাবেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে আইপিএল নিলামের আগেই জানিয়ে দেওয়া হয়েছে, পুরো আসরে বাংলাদেশি ক্রিকেটারদের পাওয়া যাবে না। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকায় পুরো আসরে বাংলাদেশি ক্রিকেটাররা থাকবে। বিষয়টি আগেই ফ্রাঞ্চাইজিগুলোকে জানিয়ে দিয়েছে বিসিসিআই।

Link copied!