জমে উঠেছে মিরপুর টেস্ট। বাংলাদেশের দেওয়ারে ১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করেতে নেমে শনিবার ৩৭ রানে ৪ উইকেট হারিয়ে দিনর শেষ করেছিল ভারত। দুই নাইটওয়াচ ম্যান জয়দেব উনাদকাট ও অক্ষর প্যাটেল অপরাজিত থেকে দিন শেষ করেন। তবে চতুর্থ দিন শুরুতেই উনাদকাটকে ফিরিয়ে টাইগার শিবিরের শুভ সূচনা করেন সাকিব আল হাসান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৫ উইকেটে ৫৭। জয়ের জন্য তাদের চাই আরও ৮৮ রান। অন্যদিকে আর ৫ উইকেট তুলে নিতে পারলেই জয় দিয়ে বছর শেষ করতে পারবে সাকিব আল হাসানের দল।
দলীয় ৪৫ রানে ৪৪ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করে ভারত। চতুর্থদিন শুরুতেই মারমুখী হওয়ার চেষ্টা করেন উনাদকাট। দিনের প্রথম ওভারেই মেহেদী হাসান মিরাজকে মিড উইকেটের ওপর দিয়ে ছক্কা হাঁকান উনাদকাট।
তবে তাকে বেশিদূর এগোতে দেননি সাকিব। পরের ওভারে বল করতে এসে উনাদকাটকে এলবিডাব্লুর ফাঁদে ফেলেন বাংলাদেশের অধিনায়ক।
এর আগে শুভমান গিল (৭), চেতেশ্বর পুজারা (৬) ও বিরাট কোহলিকে (১) আউট করে বাংলাদেশের জয়ের স্বপ্ন বড় করেন মিরাজ। ভারত অধিনায়ক লোকেশ রাহুলের (২) উইকেট নেন সাকিব।