• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

এবার নতুন এক বিপদে সাকিব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৪, ০৮:১৭ পিএম
এবার নতুন এক বিপদে সাকিব
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের পর বিপদে পড়ে দলটির নেতা-কর্মী থেকে শুরু করে সাবেক সংসদ সদস্যরা। ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর গ্রেপ্তার হয়েছেন অনেকেই। দেশ ছেড়েও পালিয়েছেন অনেকেই। সাকিব আল হাসান ঐ সময়ে দেশের বাইরে ক্রিকেট নিয়ে ব্যস্ত ছিলেন। আন্দোলন চলাকালে আওয়ামী সরকারের পক্ষে তিনি কোনো মন্তব্য করেননি। তারপরও সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে আওয়ামী লীগের সংসদ সদস্য থাকার কারণে।

সাকিব আল হাসান অবশ্য দেশ ছেড়ে না পালালেও ওই আন্দোলনের পর আর দেশে ফেরা হয়নি তার। সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে দেশে ফিরতে চেয়েছিলেন এই তারকা। মিরপুরে সিরিজের প্রথম টেস্ট দিয়ে ইতি টানতে চেয়েছিলেন টেস্ট ক্রিকেটের। কিন্তু মিরপুরে তার পক্ষে ও বিপক্ষে সাধারণ মানুষ মানববন্ধন করলে, সরকারের পরামর্শ অনুযায়ী তার আর দেশে ফেরা হয়নি তার।

সাকিবের বিপক্ষে ছিল হাতে গনা কয়েকজন লোক। আর তার পক্ষে ছিল তার চেয়ে প্রায় ২০ গুন মানুষ। যাদের দাবি ছিল, সাকিব যে মিরপুরে তার শেষ টেষ্ট খেলতে পারে। কিন্তু শেষ পর্যন্ত ঘরের মাঠে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিবের খেলা হয়নি শেষ টেস্ট।

এর মধ্যে দেখা দিয়েছে নতুন এক সমস্যা। প্রশ্নবিদ্ধ হয়েছে সাকিবের বোলিং অ্যাকশন।

সম্প্রতি ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়েছিলেন সাকিব। বাংলাদেশি এই অলরাউন্ডারের দীর্ঘ প্রায় ১৫ বছর পর কাউন্টি ক্রিকেটে প্রত্যাবর্তন হয়। ক্লাব সারের হয়ে প্রথমবারের মতো খেলেন তিনি। অভিষেকেই জানান দেন নিজের উপস্থিতি।

সাকিব বল হাতে এক ম্যাচেই ৯ উইকেট নিয়ে আলোচনার সৃষ্টি করেন। তবে ওই ম্যাচ নিয়েই আবারও আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এবার আর ভালো কিছু নয়, প্রশ্নবিদ্ধ হয়েছে সাকিবের বোলিং অ্যাকশন।

জানা গেছে, দ্রুতই স্বীকৃত কোনো ল্যাবে অ্যাকশনের পরীক্ষা দেবেন সাকিব। ইংল্যান্ডেরই কোনো ল্যাবে হতে পারে এই পরীক্ষা। দ্রুতই অ্যাকশন পরীক্ষা দিয়ে পূর্ণ মনযোগের সঙ্গে ক্রিকেটে ফিরতে চান সাকিব।

ইতোমধ্যে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন সাকিব। ওয়ানডে ক্রিকেট চালিয়ে যেতে চান আরও কিছু দিন। তবে আসন্ন আফগানিস্তান সিরিজে খেলা হচ্ছে না তার।

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম অনুযায়ী, বল ডেলিভারির সময় কোনো বোলারের কনুই সর্বোচ্চ ১৫ ডিগ্রি পর্যন্ত বাঁকানো যাবে। এর এক ডিগ্রি বেশি বাঁকলে সেই বোলারের বোলিং অ্যাকশন নিষিদ্ধ করার বিধান রয়েছে। দেখার বিষয় সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে শেষ পর্যন্ত কী হয়।

Link copied!