• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৫

ভারতের বিপক্ষে খেলার সম্ভাবনা রয়েছে সাকিবের : সুজন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৩, ০৭:৩৯ পিএম
ভারতের বিপক্ষে খেলার সম্ভাবনা রয়েছে সাকিবের : সুজন
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

বিশ্বকাপে টানা দুই ম্যাচে হার স্বস্তিতে নেই বাংলাদেশ দল। এর মাঝে মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে সাকিব আল হাসানের ইনজুরির খবর। নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করার সময় পায়ে চোট পান টাইগার কাপ্তান। কিউইদের বিপক্ষে অবশ্য ১০ ওভার বলও করেন সাকিব। তবে, নিজের বোলিং কোটা শেষ করেই ওঠে যান তিনি।

কিউইদের বিপক্ষে ম্যাচের পর তাই পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও যেতে পারেননি সাকিব। যেখানে সাধারণত অধিনায়করাই যান। সাকিবের বদলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যান সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পরে তিনি সংবাদ সম্মেলনে জানান সাকিবের স্ক্যান করাতে যাওয়ার কথা। এখন সাকিবের অবস্থা কেমন?

চেন্নাইয়ে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছেন, “সাকিবের রিপোর্ট এখনও দেয়নি। ব্যথা কমে গেছে। কোন স্টেজে আছে এটার রিপোর্ট হয়ত পাব। তবে ছোট টিয়ার আছে পায়ে। আশা করছি ভারতের বিপক্ষে পাব ইনশাআল্লাহ। ছোট্ট একটা টিয়ার আছে মনে হয়। গ্রেড ওয়ান বা টু হবে মনে হয়। আজকেই হয়ত রিপোর্ট পাব। ”

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি দিনের বেলায় অতিরিক্ত গরমে ব্যাটিংয়ে নামতে হয় সাকিবকে। শরীরের ভার কমাতে স্পিনারদের হেলমেট ছাড়াই খেলার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু ব্যাটিংয়ের মাঝপথেই পায়ের পেশিতে টান পড়ে তার। ক্র্যাম্পে ভুগতেও দেখা যায় তাকে। 

Link copied!