• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

অর্ধশতক করে সাকিবের বিদায়, ভাঙল ১০০ রানের জুটি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৩, ০৬:১৫ পিএম
অর্ধশতক করে সাকিবের বিদায়, ভাঙল ১০০ রানের জুটি
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

অর্ধশতক করেই উইকেটে আর টিকতে পারলনা সাকিব আল হাসান। তার বিদায়ে ভেঙে যায় মুশফিক-সাকিবের শতরানের জুটি। এই প্রতিবেদনটি লেখার আগে বাংলাদেশের সংগ্রহ ৩৬ ওভারে ৬ উইকেটে ১৮২ রান। 

আগের ম্যাচে পরিকল্পনা সফল হলেও সুপার ফোরে সেটা কাজে আসেনি। দুই দিন আগে সেঞ্চুরি হাঁকানো মিরাজ সুপার ফোরে প্রথম ম্যাচে সুপার ফ্লপ। ম্যাচের দ্বিতীয় ওভারের প্রথম বলেই শূণ্য রান করে ফেরেন এই অলরাউন্ডার। নাসিম শাহের শর্ট অব লেংথ বলে ফ্লিক করতে গিয়ে মিডউইকেটে ফখর জামানের হাতে সহজ ক্যাচ দিয়ে ফিরে গেছেন মিরাজ।  দ্বিতীয় ওভারের প্রথম বলে প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ, স্কোরবোর্ডে কোনো রান ওঠার আগেই। আগের ওভারে শাহিন শাহ আফ্রিদির বলে কোনো রান নিতে পারেননি মোহাম্মদ নাঈম।

নাঈম শেখের সঙ্গে জুটি গড়তে আসেন সুস্থ হয়ে দলে জায়গা পাওয়া লিটন দাস। দারুণ খেলতেও থাকেন তিনি। ২২ বলে এই জুটি তুলে ফেলে ৩১ রান। এরপরই বিদায় লিটনের। আফ্রিদির অফ স্টাম্পের বাইরে শর্ট অব লেংথ থেকে লাফিয়ে ওঠা বলে খোঁচা দিয়েছেন লিটন। ব্যাটের কানায় লেগে ক্যাচ গেছে রিজওয়ানের কাছে। মৃত্যু হয়  ৪ চারে ১৬ রান করা লিটনের ইনিংস। হারিস রউফের বলে দলীয় ৪৫ রানের সময় বিদায় নেন ২০ রান করা নাঈম শেখ।

আবারও ব্যাট হাতে ব্যর্থ তাওহীদ হৃদয়। হারিস রউফের গতিতে পরাস্ত তাওহিদ হৃদয়। ঘণ্টায় ১৪৫ কিলোমিটার গতির বলটি ব্যাট ঘুরিয়ে খেলতে গিয়ে মিস করেছেন পুরোপুরি। দশম ওভারে বাংলাদেশ হারিয়ে ফেলেছে চতুর্থ উইকেট, স্কোরবোর্ডে ৪৭ রান। হৃদয় করেন মাত্র দুই রান।

এরপরিই দলের হাল ধরেন বাংলাদেশের দুই অভিজ্ঞ ক্রিকেটার অধিনায়ক সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। পাকিস্তানের বোলারদের হতাশায় ডুবিয়ে দারুণ খেলতে থাকা এই দুজন গড়ে তোলেন শত রানের জুটি। ফাঁকে সাকিব তুলে নেন অর্ধশতক। এটি তার ক্যারিয়ারের ৫৪ তম অর্ধশতক। ফিফটির পরিই অবশ্য থামতে হয় সাকিবকে। পাকিস্তানের হয়ে ব্রেকথ্রু এনে দিলেন ফাহিম আশরাফ। সেই পুরোনো শর্ট বলের তত্ত্বে গেলেন ফাহিম, সে ফাঁদে পা দিলেন সাকিব। পুল করতে গিয়ে ডিপ মিডউইকেটে ধরা পড়েছেন বাংলাদেশ অধিনায়ক। ৭ চারে সাকিব ৫৭ বলে করেন ৫৩ রান।  

মুশফিকের সঙ্গে জুটি করতে আসেন শামীম হোসেন পাটোয়ারী। ইনংসের একমাত্র ছয় মারা এই ক্রিকেটার অবশ্য বেশিক্ষণ উইকেটে থিতু হতে পারেনি। ১৬ রান করে ইফতেখারের বলে আউট হন তিনি। শামীম আউট হবার আগে মুশফিক তুলে নেন ক্যারিয়ারের ৪৬ তম ফিফটি।

খেলা বিভাগের আরো খবর

Link copied!