• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

চেনা মাঠে ভালো করার প্রত্যয় সালমাদের কণ্ঠে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২২, ০৪:৫৪ পিএম
চেনা মাঠে ভালো করার প্রত্যয় সালমাদের কণ্ঠে

মাত্রই টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব খেলে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টুর্নামেন্টের অপরাজিত চ্যাম্পিয়ন সালমা খাতুনরা। এবার ঘরের মাঠে এশিয়া কাপ খেলবে বাংলাদেশ। আত্মপ্রত্যয়ী দলটি দেশের মাটিতে ভালো পারফর্ম্যান্স উপহার দিতে চায়।

এশিয়া কাপের আসর বসবে বাংলাদেশের সিলেটে। বাংলাদেশ দলের কাছে এই মাঠ পরিচিত। এখানে কিছুদিন আগেও খেলেছে নারী দল, তাদের অনুশীলন ক্যাম্পও ছিল। 

আগামী কাল শনিবার (১ অক্টোবর) সিলেট ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এবারের এশিয়া কাপের আসর। ৭ দেশের অংশগ্রহণে এই টুর্নামেন্টের উদ্বোধনী দিনে থাইল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন দলটি।

এই টুর্নামেন্টে ভালো করার প্রত্যয় সালমাদের কণ্ঠে। ২০১৮ সালে ভারতকে হারিয়ে শিরোপা নিজেদের দখলে নেয় বাংলাদেশ। এবারও মাঠে তারা নিজেদের সামর্থ্যের প্রমাণ রাখতে চায়।

সালমা বলেন, ‘আমরা একটা ভালো টুর্নামেন্ট শেষ করে এসেছি। খেলোয়াড়রাও বেশ ফর্মে আছে। আমাদের এশিয়া কাপের প্রস্তুতি খুব ভালো। এখানেও ভালো কিছু আশা করছি।’  

Link copied!