• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

রোনালদোর সঙ্গে খেলতেই আল নাসরে যোগ দেন সাদিও মানে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৩, ১২:৪৪ পিএম
রোনালদোর সঙ্গে খেলতেই আল নাসরে যোগ দেন সাদিও মানে
ছবি: সংগৃহীত

সৌদি লিগে বসেছে তারকাদের মেলা। কারিকারি টাকা  ব্যয় করে  বিভিন্ন ক্লাব দলে ভিড়িয়েছেন রোনালদো-করিম বেনজেমা-সাদিও মানে ও রবার্টো ফিরমিনোর মতো তরকাদের। এসব তারকা ফুটবলারদের সৌদি লিগে যোগ দেয়ায় বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ফুটবলের চিত্র।

রোনালদোর পর আল নাসরে নাম লিখিয়েছেন সেনেগাল তারকা সাদিও মানে। তাকে দলে নিয়ে আক্রমণভাগ আরও শক্তিশালী করেছে সৌদি প্রো লিগের রানার আপরা। সেনেগাল তারকার আল নাসরে যোগ দেয়ার আগে সৌদি ক্লাবে নাম লিখিয়েছিলেন তার সাবেক সতীর্থ রবার্টো ফিরমিনো ও ফ্যাবিনিয়ো। দলবদলের শুরু থেকেই মানেকে দলে চেয়েছিলেন তার দুই সাবেক সতীর্থ। তবে রোনালদোর ক্লাব থেকে প্রস্তাব পাওয়ায় সিদ্ধান্ত নেয়া অনেক সহজ হয়ে যায় ৩১ বছর বয়সী স্ট্রাইকারের।

এ প্রসঙ্গে মানে বলেন, ‍‍`ফিরমিনোর সঙ্গে আমার কথা হয়েছিল। আল আহলি শুরু থেকেই আমার সঙ্গে যোগাযোগ করে আসছিল। তাই ফিরমিনো আমাকে আহলিতে যোগ দেওয়ার জন্য দুই-তিনবার কথাও বলে। তখন ফ্যাবিনিয়োর সঙ্গে আমার কথা হয়। সে আল ইত্তিহাদে নাম লেখানোর খুব কাছে ছিল। সেও চেয়েছে আমি ইত্তিহাদে যোগ দেই। তবে যখন আল নাসরের নাম আসে, তখন আমি রোনালদোর ক্লাবকেই বেছে নিয়েছি।‍‍`   

সাবেক সতীর্থ ও ইত্তিফাকের খেলোয়াড় হেন্ডারসনের কথাও মাথায় রেখেছেন মানে। তার বিপক্ষে সামনের ম্যাচে জয়ের জন্য মুখিয়ে আছেন বলেও জানিয়েছেন এই সেনেগাল তারকা, তিনি বলেন, ‍‍`হেন্ডারসনও এখানে এসেছে। সে দুইদিন আগে আমার দল ও আমাকে উইশ করে বার্তা পাঠিয়েছিল। মাঠে তাদের মতো ফুটবলারদের মুখোমুখি হতে আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আশা করছি আমি তাদের বিপক্ষে জয় নিয়ে আসতে পারব।‍‍`  

সৌদি আরব ফুটবল নিয়ে যেভাবে কাজ করে যাচ্ছে তাতে সেরা লিগগুলো সৌদি লিগ থাকবে বলে আশাবাদী মানে। তিনি বলেন,  ‍‍`এই প্রজেক্টের অংশ হতে পেরে সত্যিই আমি অনেক খুশি। সৌদি লিগ খুব দ্রুত বিশ্বের সেরা লিগগুলোর একটি হবে বলে মনে করি আমি। তারকা ফুটবলারদের পেতে তারা যেভাবে কাজ করছে তা দৃশ্যমান। তারা অনেক উচ্চাভিলাষী।‍‍` 

Link copied!