বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের বাইরে আছেন সাব্বির রহমান। এদিকে ঘরোয়া ক্রিকেটেও তেমন কোনো খেলা নেই। তাই ইংল্যান্ডে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেতে গেছেন এই হার্ড হিটার। দেশটির অ্যাভালি ক্রিকেট ক্লাবের হয়ে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন সাব্বির রহমান। সুপারনোভা স্পোর্টস ক্লাবের বিপক্ষে এ ম্যাচে ‘ম্যান অব ম্যাচ’ নির্বাচিত হয়েছেন এই ক্রিকেটার।
এ ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামে সাব্বিরের দল অ্যাভালি ক্রিকেট ক্লাব। নির্ধারিত ৪০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৪৮ রানের বড় সংগ্রহ করে দলটি। দলটির ২ উইকেট হারানোর পর ক্রিজে আসেন সাব্বির। ১০১ বল মোকাবিলায় অপরাজিত ২০০ রান করে মাঠ ছাড়েন তিনি। তার মারমুখী এই ইনিংসে ছিল ১৭টি চার ও ১২টি ছক্কার মার।
৩৪৮ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে ৩০.২ ওভারে ২০৫ রান করে গুটিয়ে যায় সুপারনোভা স্পোর্টস ক্লাব। ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সের পর বল হাতেও দুই উইকেট নেন সাব্বির। তার অলরাউন্ড নৈপুণ্যে ১৪৩ রানের বিশাল জয় পায় অ্যাভালি স্পোর্টস ক্লাব।