আর্জেন্টিনা-ব্রাজিলের প্রতিদ্বন্দ্বীতা নিয়ে নতুন করে কিছু বলার নেই। দুই দল একে অপরের বিপক্ষে মাঠে নামলে জয় ছাড়া আর কোনো ফলই মাথায় থাকে না। তবে সবকিছুই যেন থেমে যায় লিওনেল মেসির কথা আসলে। কট্টোর আর্জেন্টিনা বিদ্বেষীও যেন মেসির প্রশংসায় হয়ে ওঠেন পঞ্চমুখ।
এই যেমন ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার রোনালদো বলছেন, মেসির বিশ্বকাপ জিতলে তিনি খুবই খুশি হবেন। তবে এটাও মনে করিয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান হিসেবে অবশ্য আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে খুশি হতে পারবেন না।
রোনালদো বলেন, “মেসি বিশ্বকাপ জিতলে আমি খুশি হব, তবে ব্রাজিলিয়ান হিসেবে খুশি হব না। ফুটবলে খেলেই জিততে হবে। কেউ আপনাকে এমনি এমনি কিছু দেবে না। তার বেলায়ও বিষয়টা একই। তবে হ্যাঁ, অবশ্যই তার সামনে সুযোগ আছে।”
ক্যারিয়ারে সম্ভাব্য সবকিছুই জিতেছেন লিওনেল মেসি। কিন্তু এখনও বিশ্বকাপ জেতাই হয়নি এই খুদে ফুটবল যাদুকরের। কাতার আসার আগেই বলেছেন, বিশ্বকাপ জয়ের শেষ সুযোগ এটাই। কারণ, এবারই শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে মেসির।