• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
কাতার বিশ্বকাপ

মরক্কোর বিপক্ষেও সাইডবেঞ্চে রোনালদো


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২২, ০৮:১০ পিএম
মরক্কোর বিপক্ষেও সাইডবেঞ্চে রোনালদো
ছবি: গেটি ইমেজস

শেষ ষোলোতে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগেই ধারণা করা হয়েছিল হয়তো সাইডবেঞ্চে জায়গা হবে ক্রিস্টিয়ানোর রোনালদোর। পর্তুগিজ সুপার স্টারকে ছাড়াই সুইসদের গোলবন্যায় ভাসিয়েছিল পর্তুগাল। কোয়ার্টারেও শুরুর একাদশে জায়গা মেলেনি রোনালদোর। থাকবেন সাইড বেঞ্চে।

ঘটনার শুরু কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ রাউন্ডে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে কোচ ফার্নান্দো সান্তোস রোনালদোকে তুলে নিলে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। পরে সংবাদ সম্মেলনেও রোনালদোকে সাইড বেঞ্চে রাখার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন।

সুইজারল্যান্ডের বিপক্ষে করেছেনও তাই। রোনালদোর জায়গা হয়েছিল সাইডবেঞ্চে। তার বদলি নামা গনসালো রামোসের হ্যাটট্রিকে সুইসদের ৬-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। ওই ম্যাচে শেষদিকে মাঠে নেমেছিলেন রোনালদো। তবে বলার মতো কিছুই করতে পারেননি।

এরই ধারাবাহিকতায় শনিবার (১০ নভেম্বর) মরক্কোর বিপক্ষে ম্যাচেও শুরুর একাদশে দেখা যাবে না রোনালদোকে। হয়তো ম্যাচের শেষদিকে মাঠে নামতে পারেন এই সুপারস্টার।

বিশ্বকাপের আগে থেকেই রোনালদোর ফর্ম নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডেও সাইড বেঞ্চেই নিয়মিত জায়গা হচ্ছিল তার। তা নিয়ে সমালোচনা করায় বিশ্বকাপ চলাকালীন তাকে ক্লাবও ছাড়তে হয়েছে।

বিশ্বকাপেও প্রায় একই রেশ ধরে রেখেছেন রোনালদো। গ্রুপ পর্বের তিন ম্যাচেই শুরুর একাদশে থাকলেও কোনোটিতেই পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন না। প্রত্যেক ম্যাচেই তাকে দ্রুতই উঠিয়ে নিয়েছিলেন কোচ সান্তোস। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেই শুরুর একাদশে জায়গা হারিয়েছেন রোনালদো।  

Link copied!