• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অস্ট্রেলিয়ায় খারাপ করলে রোহিতের বিকল্প খুঁজতে হবে: শ্রীকান্ত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৪, ০৪:৪০ পিএম
অস্ট্রেলিয়ায় খারাপ করলে রোহিতের বিকল্প খুঁজতে হবে: শ্রীকান্ত
রোহিত শর্মা ও কৃষ্ণমাচারি শ্রীকান্ত। ছবি: সংগৃহীত

ভারতের সাবেক অধিনায়ক ও কৃতি ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্ত স্পষ্টভাবেই জানিয়ে দিলেন, অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্টের সিরিজে রোহিত শর্মা ভালো খেলতে না পারলে ভারতকে অবশ্যই তার বিকল্প খোঁজ করতে হবে। কেননা শ্রীকান্তের ধারণা, রোহিতও অকারণে বোঝা হয়ে দলের সঙ্গে জুড়ে থাকবেন না।

রোহিত গত জুনে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি দেওয়ার পরে আন্তর্জাতিক ক্রিকেটে ঐ ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। তবে ৩৭ বছর বয়সী রোহিত টেস্টে ফর্মে ফেরার লড়াই চালাচ্ছেন এবং নিউজিল্যান্ডের কাছে ৩-০ হোম টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পরে তার নেতৃত্বের ঘাটতির কথা স্বীকার করেছেন।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য ভারতকে বর্ডার-গাভাস্কার ট্রফিতে পাঁচটি টেস্টের মধ্যে চারটিতেই জিততে হবে। ব্যক্তিগত কারণে ২২ নভেম্বর থেকে পার্থে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে নাও খেলতে পারেন রোহিত।

এই প্রসঙ্গে শ্রীকান্ত বলেন, ‘আপনাকে ভবিষ্যতের জন্য চিন্তাভাবনা শুরু করতে হবে। যদি রোহিত শর্মা অস্ট্রেলিয়া সফরে ভালো না খেলে, আমার মনে হয় ও নিজেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবে। সেক্ষেত্রে ও শুধু ওয়ানডে খেলবে। আমাদের মনে রাখতে হবে, ওর বয়স বাড়ছে।’

রোহিত টেস্ট ক্রিকেটে ৪২.২৭ গড়ে ৪২৭০ রান করলেও তার সাম্প্রতিক ফর্ম নিয়ে কাটাছেঁড়া চলছে। শেষ ১০ ইনিংসে মাত্র একটি হাফ সেঞ্চুরি করেছেন রোহিত। ছ’বার আউট হয়েছে এক অঙ্কের রানে। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে গুরুত্বপূর্ণ মুহূর্তে বেপরোয়া শট খেলার জন্য আঙুল উঠছে রোহিতের দিকে।

রোহিতের নিজের ভুল স্বীকার করে নেওয়া প্রসঙ্গে সাবেক প্রধান নির্বাচক শ্রীকান্ত বলেন, ‘রোহিতকে কুর্নিশ জানাই এই সত্যটি মেনে নেওয়ার জন্য যে, ও পুরো সিরিজে খারাপ খেলেছে এবং খারাপ অধিনায়কত্ব করেছে। এটা ভালো দিক। ছন্দে ফেরার জন্য একজন খেলোয়াড়ের এটাই প্রথম পদক্ষেপ। নিজের ভুল স্বীকার করা খুবই গুরুত্বপূর্ণ। এটি একজন মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুণ। কথাটা ও অকপটে মেনে নিয়েছে। তার মানে ও ছন্দে ফেরার চেষ্টা চালাচ্ছে, অন্তত আমার এমনটাই মনে হচ্ছে।’

Link copied!