• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১, ৬ রবিউস সানি ১৪৪৬
বিপিএল

অধিনায়কের ফেরার ম্যাচে চাপে রংপুর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৩, ০১:৫৬ পিএম
অধিনায়কের ফেরার ম্যাচে চাপে রংপুর
ছবি: সংগ্রহীত

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের ষষ্ট ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স। চোট থেকে সুস্থ হয়ে রংপুরের একাদশে ফিরেছেন নিয়মিত অধিনায়ক নুরুল হাসান সোহান।

তবে অধিনায়কের ফেরার ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে শুরুতেই চাপে পড়েছে রংপুর। ইনিংসের প্রথম ওভারেই রংপুরের ওপেনার শেখ মেহেদীকে ফিরিয়ে দেন চট্টগ্রাম অধিনায়ক শুভাগত হোম।

এরপর পারভেজ হোসেন ইমন ও নাঈম শেখ রীতিমতো রান করতেই যেন হিমশিম খাচ্ছিলেন। ইনিংসের পঞ্চম ওভারে ব্যক্তিগত ১০ বলে ৬ রান ইমনও ফিরে গেলে চাপে পড়ে রংপুর।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ছয় ওভারে দুই উইকেট হারিয়ে রংপুরের সংগ্রহ ৩৬ রান। ২৯ রানে অপরাজিত থেকে ব্যাটিং করছেন নাঈম। অন্যপ্রান্তে নতুন ব্যাটার হিসেবে উইকেটে এসেছে রংপুরের পাকিস্তানি ব্যাটার শোয়েব মালিক। 
 

Link copied!