চট্টগ্রামে বিপিএলের দ্বিতীয় পর্বের প্রথম দিনের দ্বিতীয় খেলায় খুলনা টাইগার্সের মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স। এ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করবে রংপুর।
আসরে এখন পর্যন্ত দুই ম্যাচ খেললেও জয়ের দেখা পায়নি খুলনা। অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে আসর শুরু করা রংপুর হেরেছে নিজেদের দ্বিতীয় ম্যাচে।
খুলনা একাদশ
তামিম ইকবাল, শারজিল খান, হাবিবুর রহমান সোহান, আজম খান, ইয়াসির আলি (অধিনায়ক), আমাদ ভাট, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, ওয়াহাব রিয়াজ, নাহিদুল ইসলাম, নাসুম আহমেদ।
রংপুর একাদশ
নাইম শেখ, রনি তালুকদার, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদি হাসান, শোয়েব মালিক, সায়েম আইয়ুব, আজমতউল্লাহ ওমরজাই, নুরুল হাসান সোহান (অধিনায়ক), রবিউল হক, রাকিবুল হাসান, হাসান মাহমুদ।