• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৫

সৌরভ গাঙ্গুলীর বায়োপিকে রণবীর কাপুর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ০৪:৫৯ পিএম
সৌরভ গাঙ্গুলীর বায়োপিকে রণবীর কাপুর

দুই বছর আগে ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ঘোষণা দিয়েছিলেন তার বায়োপিক শিগগিরেই মুক্তি পাবে। ২০২১ সালের সেপ্টেম্বরে সৌরভ ঘোষণা দিলেও এবার চূড়ান্ত হলো কে হবেন রিল লাইফের সৌরভ।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ চূড়ান্ত করা হয়েছে। বলিউড তারকা রণবীর কাপুর বায়োপিকে সৌরভের চরিত্রে অভিনয় করবেন। এ ব্যাপারে সৌরভও ইতিবাচক আভাস দিয়েছেন। রণবীরকে গাঙ্গুলী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে, এমন গুঞ্জন থাকলেও প্রযোজক এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।

জানা গেছে, বায়োপিকের চিত্রগ্রহণ শুরু হওয়ার আগে রণবীর কলকাতায় সৌরভের বাড়ি, তার দল এবং ইডেন গার্ডেন স্টেডিয়ামে তার চরিত্রের জন্য প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা করছেন। ছবিটি প্রযোজনা করবে লাভ ফিল্মস।

সৌরভ গাঙ্গুলীর জীবনী ভারতের দর্শকদের কাছে তুমুল আগ্রহের। তাদের প্রিয় ক্রিকেট কিংবদন্তির ব্যক্তি ও খেলোয়াড়ি জীবন পর্দায় দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে তারা। বিশেষ করে সৌরভের প্রিয় শহর কলকাতায় তার জনপ্রিয়তা আকাশচুম্বী। 

Link copied!