• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
নারী এশিয়া কাপ

বাংলাদেশের সেমিতে ওঠার পথে বৃষ্টির বাধা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২২, ১০:০১ এএম
বাংলাদেশের সেমিতে ওঠার পথে বৃষ্টির বাধা

নারী এশিয়া কাপে সোমবার (১০ অক্টোবর) শ্রীলঙ্কার বিপক্ষে বৃষ্টি বাগড়া দেয় বাংলাদেশের ম্যাচে। বৃষ্টি বিঘ্নিত সেই ম্যাচে ৪২ বলে ৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ রানে হারে বাংলাদেশের মেয়েরা। ফলে সেমি ফাইনালে ওঠার পথে সমীকরণের হিসেব মেলাতে বসতে হয় তাদের।

দিনের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৯ উইকেটে হেরে যায় টানা তিন জয় পাওয়া থাইল্যান্ড। তারা ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে আছে। অন্যদিকে, বাংলাদেশ ৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে। তবে রানরেটে থাই নারীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ।

মঙ্গলবার (১১ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সকাল ৯টায় মাঠে নামার কথা বাংলাদেশের। এই ম্যাচে জয় পেলেই রানরেটের হিসেব না কষে ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশের সরাসরি সেমি নিশ্চিত। তবে সিলেটের নিয়মিত বৃষ্টিপাত টাইগ্রেসদের সেমিতে ওঠার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। 

সকাল সাড়ে ৮টায় টস হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে সম্ভব হয়নি। এই ম্যাচ পরিত্যক্ত হয়ে পয়েন্ট ভাগাভাগি হলে স্বপ্ন ভাঙবে বাংলাদেশের। অন্যদিকে, থাই মেয়েরা উঠে যাবে সেমিতে।   

Link copied!