বাংলাদেশে ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ড. ইউনুসের নেতৃত্বে অন্তবর্তীকালীন সরকার এখন ক্ষমতায়। এই সরকার দায়িত্ব গ্রহণের এক মাসে বাংলাদেশ ক্রিকেট ও ফুটবলে বেশ কিছু সাফল্য পেয়েছে। পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছে টাইগাররা। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে জাতীয় যুব ফুটবল দল। ভুটানে প্রথম আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বাংলাদেশ জিতেছে স্বাগতিকদের বিপক্ষে।
এর মধ্যে বাংলাদেশ নারী ‘এ’ ক্রিকেট দলের সফর চলছে শ্রীলঙ্কায়। ধারণা করা হয়, তারাও অন্য দলগুলোর মতো সাফল্য পাবে। যদিও তাদের ক্রিকেট ম্যাচে বৃষ্টি বাগড়া দিয়েছে। লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশ নারী ‘এ’ দলের দুই ম্যাচ ওয়ানডের প্রথমটি হওয়ার কথা ছিল রোববার। কিন্তু পানাগোডার আর্মি গ্রাউন্ডসে ম্যাচটি হতে পারেনি বৃষ্টির জন্য।
সকাল থেকে বৃষ্টি আর পরে মাঠ ভেজা থাকায় টস হয়নি। দুপুরের দিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় ম্যাচটি পরিত্যক্ত হওয়ার কথা। সিরিজের পরের ওয়ানডেটি হওয়ার কথা রয়েছে মঙ্গলবার।
এরপর হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১২ সেপ্টেম্বর প্রথম ম্যাচটি হওয়ার কথা রয়েছে। আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে এই সিরিজ খেলতে শ্রীলঙ্কা গেছে বাংলাদেশ দল। যেখানে ‘এ’ দলের মধ্যে জাতীয় দলের একাধিক খেলোয়াড় রয়েছেন। বিশ্বেকাপে খেলবেন।