এশিয়া কাপের সুপার ফোরের যাত্রাটা বাংলাদেশের সুখকর হয়নি। লাহোরে প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে বাংলাদেশকে হারতে হয়েছে ৭ উইকেটে। এশিয়া কাপের টিকে থাকার লড়াইয়ে কিছুক্ষণ পর মাঠে নামবে বাংলাদেশ। দলটির প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এশিয়া কাপের শুরুটা এই লঙ্কানদের বিপক্ষে হেরেই শুরু করেছিল টাইগাররা। সুপার ফোরে সেই হারের প্রতিশোধ নেয়ার সুযোগ সাকিবদের সামনে। তবে এই ম্যাচে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। ভেস্তে যেতে পারে ম্যাচটি।
আগস্টের শেষ থেকে অক্টোবর পর্যন্ত শ্রীলঙ্কায় বর্ষাকাল চলে। এশিয়া কাপে এখন পর্যন্ত এখানে অনুষ্ঠিত সব ম্যাচেই ছিল বৃষ্টির হানা। দুই ম্যাচে ফলাফল এলেও একটি ম্যাচ পুরোপুরি ভেসে গিয়েছে বৃষ্টির কারণে। তবে সেই ম্যাচগুলো ছিল ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে। যেখানে বৃষ্টির শঙ্কা আদতেই খানিক কম থাকে।
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের দিন বৃষ্টির পাশাপাশি ঝড় হওয়ারও সম্ভাবনা আছে কলম্বোয়। সন্ধ্যার পর সেই ঝড় ও বৃষ্টি শুরু হওয়ার শঙ্কা রয়েছে। পূর্বাভাস বলছে, ম্যাচ শুরুর সময় আছে ৬৩ শতাংশ বৃষ্টির শঙ্কা। সন্ধ্যায় সেটা বেড়ে ৭৫ থেকে ৮৭ শতাংশ পর্যন্ত যেতে পারে।
শনিবার সকাল থেকে অবশ্য বৃষ্টির ছিটেফোঁটাও নেই কলম্বোতে। সকাল থেকেই দ্বীপ দেশটির আকাশে ঝলমলে রোদ। তবে শ্রীলঙ্কার আবহাওয়া পরিবর্তন হয় খুব দ্রুত। তাই একবার বৃষ্টি শুরু হয়ে গেলে ম্যাচ আর মাঠে গড়াতে পারে কিনা সেটা নিয়ে সংশয় রয়েছে।
এদিকে সুপার ফোরে ভারত-পাকিস্তানের ম্যাচের জন্য রিজার্ভ ডে থাকলেও আর কোনো ম্যাচে এই সুবিধা থাকছে না। বিশেষ দুই দলের ম্যাচকে ঘিরে এমন সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ কোচ চান্ডিকা হাথুরুসিংহে। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এই বিষয়ে কথা বলেছেন কোচ।