• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
কাতার বিশ্বকাপ

ঘানার বিপক্ষে মাঠে নামছে পর্তুগাল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২২, ০৪:৪২ পিএম
ঘানার বিপক্ষে মাঠে নামছে পর্তুগাল

কাতার বিশ্বকাপের ৫ম দিনে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের মুখোমুখি হবে ঘানা। অঘটনের লক্ষ্যেই পর্তুগিজদের বিপক্ষে মাঠে নামতে চায় আফ্রিকার দেশটি।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় কাতারে নিজেদের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে পর্তুগাল। ঘানার বিপক্ষে মাঠে নামলে ষষ্ঠ ফুটবলার হিসেবে পাঁচটি বিশ্বকাপ খেলার কীর্তি গড়বেন তিনি। এর আগে মাত্র পাঁচজন এই রেকর্ডের ভাগীদার হয়েছেন। তারা হলেন- মেক্সিকোর আন্তনিও কারবাহাল, জার্মানির লোথার ম্যাথিউজ, মেক্সিকোর রাফায়েল মার্কুয়েজ, ইতালির জিয়ানলুইজি বুফন ও আর্জেন্টিনার লিওনেল মেসি।

বিশ্বকাপে পর্তুগালের সাফল্যের পাল্লা মোটেও ভারী নয়। ১৯৬৬ সালে বিশ্বকাপে তৃতীয় স্থানই তাদের সর্বোচ্চ সাফল্য। এরপর ২০০৬ বিশ্বকাপে পর্তুগালের খেলেছিল সেমিফাইনাল। এরপর আর কোনো বিশ্বকাপে সাফল্য পায়নি দলটি। তবে এবারের দল নিয়ে বেশ আশাবাদী পর্তুগিজ সমর্থকরা।

২০১৬ সালের মেজর টুর্নামেন্টে বড় সাফল্য পায় ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। এছাড়াও ২০১৯ সালে জিতেছিল নেশন্স লিগ। এবার বিশ্বজয়ের পথে পর্তুগালের অনুপ্রেরণা হতে পারে এই দুই শিরোপা জয়ের সুখস্মৃতি। বয়স সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ায় এটাই দেশটির সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ হতে পারে।

সেরা তারকা হলেও রোনালদোর উপর নির্ভর নয় পর্তুগাল। সিআর সেভেন ছাড়াও দলে আছে একঝাঁক নতুন তারকা। ব্রুনো ফার্নান্দেজের দিকে নজর থাকবে ফুটবলবিশ্বের। আন্দ্রে সিলভা, রুবেন নেভেস, বার্নার্ডো সিলভার মতো ফুটবলাররাও থাকবেন নজরে।

এদিকে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি ঘানা। এবার তারা বিশ্বকাপে ভালো করতে মরিয়া। সাম্প্রতিক তাদের পারফর্মেন্সও বেশ ভালো। আট ম্যাচের মধ্যে ৭ ম্যাচ জিতেই বিশ্বকাপ খেলতে নামছে ঘানা। তাই পর্তুগালের বিপক্ষে বেশ আত্মবিশ্বাসীই থাকবে ঘানা। ২০১৪ বিশ্বকাপে শেষবার একে অপরের মুখোমুখি হয়েছিল পর্তুগাল-ঘানা। সেবার জোড়া গোল করে দলকে জেতান ক্রিস্টিয়ানো রোনালদো। এবারো তাই রোনালদোকে থামাতে এবার আলাদা ছক খুঁজবে ঘানা।

Link copied!