• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

লিগ ওয়ানে নিসের কাছে পিএসজির হার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৩, ১২:৫৪ পিএম
লিগ ওয়ানে নিসের কাছে পিএসজির হার
গোলের পর উচ্ছ্বসিত নিসের ফুটবলাররা।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) লিগ ওয়ানে নিসের কাছে ৩-২ গোলে হেরেছে প্যারিস সেন্ট জার্মেই। চলতি মৌসুমে এটাই তাদের প্রথম হার। এই হারে পয়েন্ট টেবিলের তিনে নেমে গেল পিএসজি। এক নম্বরে থাকা মোনাকোর চেয়ে দুই পয়েন্ট পেছনে তারা, আর দ্বিতীয় দল নিসের থেকে এক পয়েন্ট দূরে।

ঘরের মাঠে প্রথমার্ধে পিএসজির শুরুটা হয়েছিল আশা জাগানিয়া। উসমান দেম্বেলেকে অবশ্য রুখে দেন নিস কিপার মারসিন বুলকা। কয়েক সেকেন্ড পর বক্সের মধ্যে এমবাপ্পেকে ব্লক করেন প্রতিপক্ষ খেলোয়াড়।

স্বাগতিকদের নিস্তব্ধ করে ২১ মিনিটে এগিয়ে যায় নিস। তেরেম মফি নিচু শটে গোল করেন। ১০ মিনিট পর অবশ্য এমবাপ্পে সমতা ফেরান। মোমেন্টাম ধরে রেখে পিএসজি এগিয়ে যেতে পারতো। হাফটাইমের আগে দেম্বেলে জাল কাঁপাতে পারেননি।

বিরতির পর মফির পাস থেকে গায়েতান লাবোর্দে সফরকারীদের এগিয়ে দেন। দ্রুত তৃতীয় গোল করতে বসেছিল অতিথিরা। সোফিয়ানে দিওপকে রুখে দেন পিএসজি কিপার দোনারুমা। কিন্তু ৬৮ মিনিটে মফির নিচু শট ঠেকাতে পারেননি তিনি।

৩-১ গোলে পিছিয়ে পড়া পিএসজির আশা ফেরান এমবাপ্পে। নির্ধারিত সময়ের তিন মিনিট আগে দূরের পোস্ট দিয়ে জালে বল জড়ান তিনি। স্টপেজ টাইমে নিসের বক্সে পিএসজি ব্যস্ত থাকলেও ড্র আদায় করতে পারেনি। ফলে পরাজয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়েন প্যারিসিয়ানরা।

Link copied!