মেলবোর্নে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচ ইনিংস ও ১৮২ রানে নিজেদের দখলে নিয়েছে অজিরা। ২-০ ব্যবধানে জিতে সিরিজ নিশ্চিত করেছে তারা।
তৃতীয় দিন দুই অপরাজিত ব্যাটার সারেল এরভি ও টিয়ানিস ডে ব্রুইন চতুর্থ দিনের শুরুতে প্রতিরোধের ইঙ্গিত দেন। তবে আঙুলের ইনজুরি থাকা সত্ত্বেও এই জুটিকে আলাদা করেন মিচেল স্টার্ক। তার ইয়র্কারে ২১ রানে এলবিডব্লিউ হয়ে ফেরত যান স্যারেল। আর মাত্র ১০ রান যোগ হতেই ব্রুইনও ২৮ রানে আউট হন।
স্কট বোল্যান্ডের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ নেন স্টিভেন স্মিথ। বিরতির আগে খায়া জন্ডোর উইকেটও হারায় প্রোটিয়ারা। ট্রাভিস হেডের সরাসরি থ্রোতে আউট হন তিনি।
এরপর টেম্বা বাভুমা ও কাইল ভেরেইনা মিলে কিছুটা প্রতিরোধ গড়েন। ইনিংসের একমাত্র অর্ধশত রানের জুটি আসে তাদের ব্যাট থেকে। লাঞ্চ বিরতির পরপরই ৩৩ রানে ভেরেইনাকে ফিরিয়ে দিলে এই জুটি থামে ৬৩ রানে। বাভুমা ১৪৪ বলে ৬৫ রান করে আউট হলে প্রোটিয়াদের হার কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। লুঙ্গি এনগিডি ২ চার ও ১ ছক্কায় ১৯ রান করলে দল ২০০ পার করে। এনগিডি বোল্ড হন স্টিভেন স্মিথের বলে।
এর আগে ম্যাচে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে প্রোটিয়ারা গুটিয়ে যায় মাত্র ১৮৯ রানে। মার্কো জ্যানসেন দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেন। এছাড়া, কাইল ভেরেইনা ৫২ রান করেন।
জবাবে ডেভিড ওয়ার্নারের ২০০, অ্যালেক্স ক্যারির ১১১, ট্রাভিস হেডের ৫১ ও ক্যামেরন গ্রিনের ৫১ রানের ইনিংসে রানের পাহাড় গড়ে অজিরা। ৮ উইকেটে ৫৭৫ রান করে ইনিংস ঘোষণা করে তারা। জবাবে প্রোটিয়ারা থামে ২০৪ রানেই। ইনিংস ব্যবধান ও ১৮২ রানে হারে দক্ষিণ আফ্রিকা।
এই ম্যাচ জিতে ফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে থাকা অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার সম্ভাবনা টিকিয়ে রাখতে হলে পরের টেস্টে জিততেই হবে।