• ঢাকা
  • শনিবার, ০২ নভেম্বর, ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানি ১৪৪৬
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

ওয়ানডে স্টাইলে খেলে প্রোটিয়াদের মাত্র ১০৭ রানের টার্গেট বাংলাদেশের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৪, ০৯:৫৭ পিএম
ওয়ানডে স্টাইলে খেলে প্রোটিয়াদের মাত্র ১০৭ রানের টার্গেট বাংলাদেশের
অধিনায়ক জ্যোতি ৩২ রান করেন। ছবি:সংগৃহীত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ‍‍`বি‍‍` গ্রুপের এক খেলায় দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১০৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। শনিবার রাতের এ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে। বাংলাদেশের হয়ে সোবহানা মুস্তারি ৩৮, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৩২ এবং সাথী রানী ১৯ রান করেন। বাংলাদেশের কোন ব্যাটারই টি-টোয়েন্টি স্টাইলে ব্যাট করতে পারেননি। তারা খেলেছেন ওয়ানডে স্টাইলে। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে মারিজান ক্যাপ, ডার্কসেন ও মিলাবা ১টি করে উইকেট পান। এরআগে বাংলাদেশ স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলেও ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজিত হয়। এই ম্যাচে হারলে সরাসরি বিদায় ঘটবে টাইগ্রেসদের। আর জিতলে সেমিফাইনালে উঠার ক্ষীণ সম্ভাবনা রয়ে যাবে।

Link copied!