• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

তামিমের জাতীয় দলে ফেরা প্রসঙ্গে শান্তর বক্তব্য


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৪, ০২:৫১ পিএম
তামিমের জাতীয় দলে ফেরা প্রসঙ্গে শান্তর বক্তব্য
তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত

বর্তমান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও দলের বাইরে থাকা খেলোয়াড় যখন একত্রে বসেন, তখন তো আগ্রহ থাকবেই তাদেরকে নিয়ে।

বাংলাদেশের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে সোমবার আলাপ করেছেন তামিম ইকবাল। মিরপুর শেরে বাংলায় ডিপিএলে তারা মুখোমুখি হয়েছিলেন। ম্যাচশেষে ড্রেসিংরুমে দেখা যায় শান্ত-তামিমকে লম্বা সময় ধরে বৈঠক করতে। শান্ত অবশ্য খোলাসা করেননি তাদের কথা নিয়ে।

মিরপুরে তামিমের সঙ্গে আলাপ শেষে জাতীয় দলের অধিনায়ক শান্ত বিস্তারিত জানাননি। কিন্তু প্রশ্নটা ছিল অবধারিত। তামিমের ফেরা নিয়েই কী বর্তমান অধিনায়কের সঙ্গে আলাপ? উত্তরে শান্ত গণমাধ্যমে বলেন, ‘এটা আমার আর তামিম ভাইর মধ্যেই থাক। আমি এমনি নরমালি একটু আড্ডা দিয়েছি। ওইরকম যদি কিছু হয় আপনারা জানতে পারবেন।’

শান্ত আরও বলেন, ‘আমরা ক্রিকেট নিয়ে আলাপ আলোচনা করছিলাম। কীভাবে আমরা আরেকটু বেটার করতে পারি সেটা নিয়ে আলোচনা করছিলাম। খুব বেশি সিরিয়াস কিছু তা নয়। জাস্ট দেখা করা।’

তামিম দলে ফিরলে তা সুবিধাজনক হবে কিনা এমন প্রশ্নে শান্ত বলেন, ‘ভালো তো লাগবে। তামিম ভাইর মতো খেলোয়াড় দলে থাকলে অবশ্যই জুনিয়রদের অনেক সাহায্য হবে। উনার (তামিমের) যে অভিজ্ঞতা আছে, উনি থাকলে তো অবশ্যই দলের অনেক সুবিধা হয়। জুনিয়র প্লেয়াররা অনেক শিখতে পারে। এই মুহূর্তে এটা নিয়ে আসলে লম্বা চিন্তা করা মুশফিল। যখন এটা নিয়ে আলোচনা হবে তখন আপনারা জানতে পারবেন।’

তামিমের ব্যাটিং কেমন দেখলেন শান্তর উত্তর, ‘আমার দেখাটা তো গুরুত্বপূর্ণ নয়। এটা সিলেক্টররা দেখবেন। আমি খেলোয়াড় হিসেবে ছোটবেলা থেকেই দেখে এসেছি। যখনই উনি ব্যাটিং করেন, উপভোগ করি। দুর্ভাগ্য যে আজ রান করতে পারেননি। কিন্তু ওভারঅল ডিপিএলে ভালো খেলেছেন। বিপিএলে ভালো ব্যাটিং করেছেন। প্রত্যেকটা ইনিংসই উপভোগ করেছি।’

Link copied!