• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

এশিয়া কাপ নিয়ে পাকিস্তানের নতুন প্রস্তাব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৩, ০৫:৫৬ পিএম
এশিয়া কাপ নিয়ে পাকিস্তানের নতুন প্রস্তাব
জাকা আশরাফ ও জয় শাহ । ছবি : সংগৃহীত

এশিয়া কাপ শুরুর আগ থেকেই চলছিল নানান নাটক। নিরাপত্তা ইস্যুতে ভারত খেলতে যাবে না পাকিস্তানে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজন করে ‘হাইব্রিড মডেল’ এর এশিয়া কাপ। পাকিস্তান ছাড়াও এশিয়া কাপের ম্যাচ আয়োজনে থাকবে শ্রীলঙ্কা। তবে, লঙ্কায় বৃষ্টির কারণে ভেসে যাচ্ছে ম্যাচ। বৃষ্টির কারণে ভেসে গেছে পাকিস্তান-ভারত ম্যাচ। সুপার ফোরের ম্যাচসহ ফাইনালও ভেসে যাওয়ার শঙ্কা রয়েছে বৃষ্টিতে। এই সমস্যা দূরীকরণে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) নতুন প্রস্তাব দিয়েছে পিসিবি।

পিসিবি’র ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জাকা আশরাফ শ্রীলঙ্কার প্রতিকূল আবহাওয়ার কারণে এশিয়া কাপের বাকি ম্যাচগুলো পাকিস্তানের আয়োজনের প্রস্তাব দিয়েছেন। ভারত দল যেহেতু পাকিস্তান সফর করবে না সেক্ষেত্রে বিকল্প পরিকল্পনাও ঠিক করে রেখেছেন তিনি।

ইতোমধ্যেই নিজেদের নতুন এই পরিকল্পনা টেলিফোনের মাধ্যমে এসিসি সভাপতি জয় শাহকে জানিয়েছেন জাকা আশরাফ। এশিয়া কাপের বাকি ম্যাচগুলো পাকিস্তানের নেওয়ার প্রস্তাব দেয়ার পাশাপাশি ভারত-পাকিস্তান ম্যাচ দুবাইয়ে আয়োজনের প্রস্তাবও দেন তিনি।

আশরাফের নতুন এই প্রস্তাবের ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানায়নি জয় শাহ। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।  এদিকে, এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচগুলো হাম্বানটোটায় সরিয়ে নেওয়ার প্রস্তাব করেছে শ্রীলঙ্কা।

Link copied!