• ঢাকা
  • রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২, ১৭ মুহররম ১৪৪৬

এপ্রিলে আসছে পাকিস্তান, জুলাইয়ে দক্ষিণ আফ্রিকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৩, ০৭:২৪ পিএম
এপ্রিলে আসছে পাকিস্তান, জুলাইয়ে দক্ষিণ আফ্রিকা
ছবি: সংগৃহীত

২০২৪ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পরবর্তী আসর। এই টুর্নামেন্টের প্রস্তুতি নেওয়া শুরু করেছে বাংলাদেশ। তারই অংশ হিসেবে চলতি বছর ঘরের মাঠে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশের যুবারা।  

চলতি মাসের ২৬ তারিখ বাংলাদেশে পৌঁছাবে পাকিস্তান। তাদের বিপক্ষে একটি চার দিনের ম্যাচ সহ ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হওয়ার কথা রয়েছে।

এরপর জুলাইয়ের ৩ তারিখ বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকার। প্রোটিয়া যুবাদের বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে স্বাগতিকরা। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

২০২০ সালে  অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। ফলে পরের আসরে প্রত্যাশা হয়েছিল দ্বিগুন। তবে পরের আসরে মূদ্রার উল্টোপিঠ দেখেছে বাংলার যুবারা, হয়েছে অষ্টম।  ফলে আগামী আসরে ভালো করার জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেছে বাংলাদেশ।

Link copied!