• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

রোহিত নেই, কোহলি কী আছেন আইপিএলের সেরা একাদশে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৮, ২০২৪, ০২:১১ পিএম
রোহিত নেই,  কোহলি কী আছেন আইপিএলের সেরা একাদশে
সেরা একাদশের তিন তারকা বিরাট কোহলি, সুনীল নারাইন ও আন্দ্রে রাসেল। ছবি: সংগৃহীত

এবারের আইপিএলের সেরা একাদশ বেছে নিল আনন্দবাজার অনলাইন। দলে মাত্র ২ বিদেশিকে জায়গা দেওয়া হয়েছে। জায়গা হয়নি ভারতের অধিনায়ক রোহিত শর্মার।

সুনীল নারাইন (কলকাতা নাইট রাইডার্স): ওপেনার হিসাবে বড় চমক সুনীল নারাইন। ১৫ ম্যাচে ৪৮৮ রান করেছেন একটি শতরান সহ। স্ট্রাইক রেট ১৮০.৭৪। ১৭টি উইকেট নিয়েছেন।

বিরাট কোহলি (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু): কমলা টুপি পাওয়া বিরাট ১৫ ম্যাচে করেছেন সর্বোচ্চ ৭৪১ রান শতরান এবং পাঁচটি অর্ধশতরান সহ। স্ট্রাইক রেট ১৫০-র উপরে।

রুতুরাজ গায়কোয়াড় (চেন্নাই সুপার কিংস): রুতুরাজ ১৪ ম্যাচে ৫৮৩ রান করেছেন তিনি। একটি শতরান এবং চারটি অর্ধশতরান করেছেন।

সঞ্জু স্যামসন (রাজস্থান রয়্যালস): সঞ্জু ১৬ ম্যাচে করেছেন ৫৩১ রান। পাঁচটি অর্ধশতরান আছে তাঁর। সেরা একাদশের অধিনায়ক করা হয়েছে তাকে।

সাই সুদর্শন (গুজরাত টাইটানস): সাধারণত তিন নম্বরে ব্যাট করেন সুদর্শন। ১২ ম্যাচে ৫২৭ রান করেছেন একটি শতরান এবং দু’টি অর্ধশতরান সহ।

রিয়ান পরাগ (রাজস্থান রয়্যালস): বার বার নজর কেড়েছেন পরাগ। ১৬ ম্যাচে ৫৭৩ রান করেছেন পরাগ। চারটি অর্ধশতরানও আছে।

আন্দ্রে রাসেল (কলকাতা নাইট রাইডাজার্স): ৩৬ বছর বয়সী রাসেল ব্যাট হাতে ২২২ রান করেছেন। স্ট্রাইক রেট ১৮৫। বল হাতে রয়েছে ১৯টি উইকেট।

নীতীশ কুমার রেড্ডী (সানরাইজার্স হায়দরাবাদ): নীতীশ ১৩টি ম্যাচে করেন ৩০৩ রান। শেষ বেলায় ব্যাট করতে নেমে দ্রুত রান করতে পারেন তিনি।

হর্ষিত রানা (কলকাতা নাইট রাইডাজার্স): হর্ষিত মাত্র ৩৮৩ রানে নিয়েছেন ১৯টি উইকেট।

বুমরাহ (মুম্বই ইন্ডিয়ানস): বুমরাহ ১৩ ম্যাচে ২০টি উইকেট নিয়েছেন। ওভার প্রতি ৬.৪৮ রানের বেশি দেননি।

বরুণ চক্রবর্তী (কলকাতা নাইট রাইডাজার্স): বরুণ ১৫ ম্যাচে ২১টি উইকেট নিয়েছেন বরুণ। ৪০২ রানের বেশি দেননি।

ইমপ্যাক্ট ক্রিকেটার: টি নটরাজন (সানরাইজার্স হায়দরাবাদ): ১৪ ম্যাচে ১৯টি উইকেট নিয়েছেন।

Link copied!