• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ৭ জ্বিলকদ ১৪৪৫

ইউরোপীয় চ্যাম্পিয়নশিপেই লক্ষ্য ওন্ডাইন আচাম্পং’র


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৩, ২০২৪, ০৭:২২ পিএম
ইউরোপীয় চ্যাম্পিয়নশিপেই লক্ষ্য ওন্ডাইন আচাম্পং’র
ওন্ডাইন আচাম্পং। ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের আইলেসবারি শহরের ওন্ডাইন আচাম্পং বলেছেন, তিনি ইউরোপীয় জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে পদক লাভের আশায় রয়েছেন। গত সপ্তাহে ব্রিটিশ চ্যাম্পিয়নশিপে চারটি স্বর্ণ জেতার পর তার এখন দৃষ্টি ইউরোপে। 

২০ বছর বয়সী আচাম্পং আইলেসবারি জিমন্যাস্টিকস একাডেমিতে ব্রিটিশ চ্যাম্পিয়নশিপে চার বিভাগেই স্বর্ণপদক জিতেছেন।

তিনি বিবিসিকে বলেন, ‘এই ফলাফল আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। ব্রিটিশ চ্যাম্পিয়ন হিসেবে আমি ইউরোপে ভালো করতে পারবো বলে আশা করি।’ 

তিনি বলেন, ‘আসন্ন ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ আমার কাছে গ্রীষ্মের প্যারিস অলিম্পিকের জন্য প্রস্তুতিমূলক ইভেন্ট। আশা করি, ব্রিটিশ  চ্যাম্পিয়নশিপে অর্জিত সাফল্য ইউরোপে এবং ইউরোপের সাফল্য প্যারিসে কাজে লাগাতে পারবো। আমি ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য নিয়ে কাজ করছি।’

আচাম্পং এর আগে ২০২২ সালের কমনওয়েলথ গেমসে ইংল্যান্ডের হয়ে দলগত স্বর্ণ এবং ফ্লোর অনুশীলনে রৌপ্য পদক জিতেছেন।

আচাম্পং বলেন, ‘মনোবল আরও চাঙ্গা করার জন্য আমি মনোবিজ্ঞানীর সহায়তা নিচ্ছি। ফলে আমার সবদিক দিয়েই অনুশীলন চলছে বেশ ভালো ভাবেই।’ 

ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ আগামী ২ থেকে ৫ মে ইতালির রিমিনিতে অনুষ্ঠিত হবে।
 

Link copied!