• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

এবার লিঙ্গ বিতর্কে অলিম্পিক সোনাজয়ী নারী বক্সার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪, ০৩:০৫ পিএম
এবার লিঙ্গ বিতর্কে অলিম্পিক সোনাজয়ী নারী বক্সার
ইমান খেলিফ। ছবি : সংগৃহীত

প্যারিস অলিম্পিকে বিতর্ক তৈরি হয়েছিল আলজেরিয়ার নারী বক্সার ইমান খেলিফকে নিয়ে। নারীদের ৬৬ কেজি বিভাগে সোনাজয়ী খেলিফের নারীত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। খেলিফের দাবি ছিল, তিনি নারীই। তার নারীত্ব আবার প্রশ্নের মুখে পড়েছে। ফাঁস হয়ে গিয়েছে তাঁর সর্বশেষ মেডিক্যাল রিপোর্ট।

আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশন গত বছর দিল্লিতে আয়োজিত বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ থেকে খেলিফকে নিষিদ্ধ করে। কারণ তার শরীরে অনুমোদিত মাত্রার বেশি পুরুষ হরমোন রয়েছে। আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থা (আইওসি) আবার বক্সিং সংস্থার নিয়ম মানে না। তাই প্যারিস অলিম্পিকে খেলার সুযোগ পান আলজেরিয়ান বক্সার। সোনাও জেতেন। কিন্তু যে বিতর্ক অলিম্পিকে তার সঙ্গী হয়েছিল, সেটাই আবার বড় হয়ে উঠেছে।

ফ্রান্সের সাংবাদিক জাফ্ফর আওদিয়ার দাবি অনুযায়ী, খেলিফ মহিলা নন। তিনি পুরুষ। খেলিফের সর্বশেষ মেডিক্যাল রিপোর্টে বলা হয়েছে, তার দু’টি ক্রোমোজোম এবং অভ্যন্তরীণ অণ্ডকোষ রয়েছে। এই অবস্থাকে ফাইভ-আলফা রিডাক্টেস বলা হয়। খেলিফের শরীরে জরায়ুর উপস্থিতি পাওয়া যায়নি। এমআরআই রিপোর্টে ‘মাইক্রোপেনিস’ বা ক্ষুদ্র পুরুষাঙ্গের উপস্থিতির ইঙ্গিত দেওয়া হয়েছে।

২০২৩ সালের জুনে প্যারিসের ক্রেমলিন-বিকেত্রে হাসপাতাল এবং আলজিয়ার্সের মুহম্মদ লামিন ডেবাঘিন হাসপাতালের বিশেষজ্ঞেরা মিলে তৈরি করেছিলেন। তারা জানিয়েছেন, ‘জৈবিক বৈশিষ্ট অনুযায়ী খেলিফ মহিলা নন, তিনি পুরুষ। যদিও খেলিফ সব সময়ই দাবি করেছেন, তিনি মহিলা হিসাবে জন্মগ্রহণ করেছেন এবং মহিলা হিসাবেই জীবনযাপন করেন। নিজেকে পুরুষ বলে মানতে নারাজ।’

খেলিফের মেডিক্যাল রিপোর্ট ফাঁস হওয়ার পর নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তার অলিম্পিক্স সোনা কেড়ে নেওয়ার দাবি তুলছেন অনেকে। তাঁদের অন্যতম ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং সামাজিক যোগাযোগ মাধ্যমে আইওসিকে ট্যাগ করে খেলিফের প্যারিসের পদক ফিরিয়ে নেওয়ার দাবি তুলেছেন।

 

 

 

 

 

খেলা বিভাগের আরো খবর

Link copied!