• ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২, ১০ মুহররম ১৪৪৬

আজ রাতে শুরু অলিম্পিক ফুটবল, প্রথম দিনই আর্জেন্টিনার খেলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৪, ০২:৪৩ পিএম
আজ রাতে শুরু অলিম্পিক ফুটবল, প্রথম দিনই আর্জেন্টিনার খেলা
ছবি: প্রতীকী

প্যারিস অলিম্পিকের জমজমাট উদ্বোধন হবে আগামী শুক্রবার। কিন্তু উদ্বোধনের দু’দিন আগেই শুরু হয়ে যাচ্ছে গেমসের জমাট লড়াই। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ- অলিম্পিকের নিয়মই হলো, উদ্বোধনের দু’দিন আগে দুটি ডিসিপ্লিনের গ্রুপ পর্বের লড়াই শুরু হয়। ডিসিপ্লিন দু’টি হচ্ছে ফুটবল এবং রাগবি সেভেন।

আকর্ষণীয় ইভেন্ট ফুটবলের লড়াই শুরু হচ্ছে আজ বুধবার রাতে। প্রথম দিনেই মাঠে নামছে ইউরো জয়ী স্পেন এবং কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা। এছাড়া স্বাগতিক ফ্রান্সও মাঠে নামবে প্রথম দিন। স্পেন খেলবে উজবেকিস্তানের বিপক্ষে। আর্জেন্টিনার প্রতিপক্ষ মরক্কো। ফ্রান্স মাঠে নামবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

পুরুষ ফুটবলে অলিম্পিক গেমস খেলার যোগ্যতা অর্জন করেছে ১৬টি দল। যার মধ্যে নেই গতবারের স্বর্ণজয়ী ব্রাজিল। এই ১৬টি দলকে চারটি করে দল নিয়ে চার গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপের শীর্ষস্থানীয় দুই দল উঠবে কোয়ার্টার ফাইনালে। সেখান থেকে সেমিফাইনাল এবং ফাইনাল।

ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচও থাকছে। আর্জেন্টিনার গ্রুপে রয়েছে মরক্কো, ইরাক এবং ইউক্রেন। স্পেনের গ্রুপে রয়েছে উজবেকিস্তান, মিশর এবং ডমিনিকান প্রজাতন্ত্র। ফ্রান্সের গ্রুপে রয়েছে যুক্তরাষ্ট্র, গিনি এবং নিউজিল্যান্ড। অন্য গ্রুপটিতে রয়েছে জাপান, প্যারাগুয়ে, মালি এবং ইজরায়েল।

ছেলেদের ফুটবল ম্যাচগুলি হবে প্যারিস, মার্সেই, লিওঁ, বোর্দো, সাঁ এতিয়েনে, নিস এবং নান্তেস শহরে। ৯ আগস্ট সোনার পদকের ম্যাচ হবে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) স্টেডিয়াম পার্ক ডি প্রিন্সেসে।

২০০৮ সালের পর অলিম্পিক ফুটবলে ফিরেছে যুক্তরাষ্ট্র। উত্তর আমেরিকার ফুটবল সংস্থা কনকাকাফ ঠিক করেছিল, ২০২২ সালের অনূর্ধ্ব-২০ প্রতিযোগিতা অলিম্পিকের যোগ্যতা অর্জন হিসাবে ধরা হবে। সেই প্রতিযোগিতা জিতে অলিম্পিকে খেলতে নামছে যুক্তরাষ্ট্র।

১৯৭৬ সালের পর অলিম্পিকে ফিরছে ইসরায়েল। ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধের কারণে অনেকেই তাদের অংশগ্রহণের বিরোধিতা করেছেন; কিন্তু অলিম্পিকের আয়োজকেরা তাতে কর্ণপাত করেননি।

 

 

Link copied!