• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১, ৮ শাওয়াল ১৪৪৫

ওই বয়স নাই, ওই দিন নাই, মুশিকে সাকিব


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩, ০৮:১০ পিএম
ওই বয়স নাই, ওই দিন নাই, মুশিকে সাকিব
ফাইল ছবি

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ৯৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপর বল হাতেও দলের পক্ষে প্রথম ব্রেক থ্রু এনে দিয়েছেন তিনি। এরপরও   মুশফিকুর রহিমকে বললেন, সেই বয়স আর নেই।

ঘটনা, ইনিংসের দ্বাদশ ওভারের। দশম ওভারে ১৫ রান হজম করলেও আবারও তার হাতেই বল তুলে দিয়েছিলেন অধিনায়ক তামিম ইকবাল। সাকিব হতাশ করেননি, আগের ওভারে ১৫ রান তোলা স্টিফেনকে ফিরিয়ে দলকে ব্রেক থ্রু এনে দিয়েছেন।

দ্বিতীয় বলে উইকেট পাওয়ার পর মুশফিকুর রহিম ফিল্ডিং সাজানো নিয়ে কিছু একটা বলছিলেন সাকিবকে। স্টাম্প মাইকে শোনা যায়- মুশফিক বলেন, "এক দুই বলের জন্য নিতে পারিস।" সম্ভবত মুশি কোনো ফিল্ডারকে ৩০ গজের ভিতরে নিতে বলছিলেন।

তবে সাকিবে উত্তর, "ইয়ে আল্লাহ-খোদা, তখন মুশি বলেন জানি তো, ওই ভয়েই আউট হয়ে যাবে।" তবে তাতেও যেন সাকিব সন্তষ্ট হলেন না। এবার তো মুশিকে বললেন, "ওই বয়স নাই, ওই দিন আর নাই।"

এই কথোপকথন শুনে রীতিমতো হাসির রোল পড়ে যায় ভক্তদের মাঝে। তবে কেউ কেউ বয়সের কথা বিবেচনা করে একটু আবেগপ্রবণও হচ্ছেন।

এদিকে ৩৩৮ রান ডিফেন্ড করতে নেমে ৭৬ রানেই আয়ারল্যান্ডের পাঁচ উইকেট তুলে নিয়েছে টাইগাররা। কার্যত বাংলাদেশের জন্য জয় এখন সময়ের ব্যাপার। 

 

 

Link copied!