• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

পিএসজিতে থাকতে চান না নেইমার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৩, ১১:৪৪ এএম
পিএসজিতে থাকতে চান না নেইমার
নেইমার জুনিয়র, ছবি: সংগৃহীত

পিএসজির হলোটা কী! কোনো তারকাই আর থাকতে চাচ্ছেন না ক্লাবটিতে। প্রথমে চলে গেলেন আর্জেন্টাই তারকা লিওনেল মেসি। কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, পিএসজির ঘরের ছেলে কিলিয়ান এমবাপ্পেও ক্লাব ছেড়ে দেওয়ার জন্য নতুন করে চুক্তি নবায়ন করছেন না। এবার প্যারিসের ক্লাবটার জন্য খারাপ সংবাদ হলো, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারও ক্লাব ছেড়ে দেওয়ার ইচ্ছার কথা পিএসজিকে জানিয়ে দিয়েছেন।

ফরাসি সংবাদমাধ্যম ‘লেপিকের’ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ইনজুরি থেকে ফিরে নেইমার পিএসজির প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ দিয়ে মাঠে ফেরেন বৃহস্পতিবার (৩ আগস্ট)। দক্ষিণ কোরিয়ার জিয়নবুক হুন্দাই মোটরের বিপক্ষে মাঠে নেমেই জোড়া গোল করেন তিনি। এই ব্রাজিলিয়ান পোস্টার বয়ের সামনের মৌসুম যে ভালো কাটাবে, সেটা জিয়নবুক হুন্দাই মোটরের ম্যাচ দেখেই অনুমান করা যাচ্ছে। তাই তাকে নিয়ে পিএসজি সমর্থকরা বাজি ধরতেই পারেন।

রোববার (৬ আগস্ট) পিএসজি বোর্ডের সঙ্গে দেখা করেছেন নেইমার। সেখানে তার ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়ে দিয়েছেন। ফরাসে ক্লাবিটির সঙ্গে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের চুক্তি রয়েছে ২০২৭ সাল পর্যন্ত। মেয়াদ শেষের আগেই কেন তিনি ক্লাব ছাড়তে চান সেই প্রশ্নের উত্তরও দিয়েছে ‘লেপিক’। তারা জানান, পিএসজির উগ্র সমর্থক গোষ্ঠী মে মাসে প্যারিসে নেইমারের বাড়ির সামনে বিক্ষোভ করায় ক্লাবটির ওপর থেকে মন উঠে গেছে নেইমারের। এ জন্যই নাকি তিনি পিএসজি ছাড়তে চান।

প্যারিস ছাড়লে নেইমারের নতুন ঠিকানা কোথায় হতে পারে। বার্সাই ফেরার সম্ভাবনা দেখছেন অনেকেই। কিন্তু প্যারিস সেন্ট জার্মেইতে বর্তমানে নেইমারের বেতন বছরে আড়াই কোটি পাউন্ড। এই সমপরিমান বেতন দিয়ে কি নেইমারকে জাভি হার্নান্দেজ দলে ভেড়াতে পারবেন। নেইমারের বার্সেলোনার বর্তমানে যে অর্থিক অবস্থা তাতে ব্রাজিলিয়ান তারকাকে পুনরায় বার্সা জার্সিতে নাও দেখা যেতে পারে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!