• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

এক বছর পর মাঠে ফিরে ফের ইনজুরিতে নেইমার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৪, ০১:৩৩ পিএম
এক বছর পর মাঠে ফিরে ফের ইনজুরিতে নেইমার
ফের ইনজুরিতে পড়েছেন নেইমার। ছবি: সংগৃহীত

ইনজুরির কারণে ব্রাজিলের বিশ্ব তারকা ফুটবলার নেইমার জুনিয়র দীর্ঘ এক বছরেরও বেশি সময় ছিলেন মাঠের বাইরে। সৌদি আরবের আল হিলাল ক্লাবের হয়ে এতোদিন পর খেলতে নেমে দ্বিতীয় ম্যাচেই আবার ইনজুরিতে পড়লেন জনপ্রিয় এই ফুটবল তারকা। 

আলেকজান্ডার মিত্রভিচের হ্যাটট্রিকে তার দল এএফসি চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যাচে সোমবার ইস্তেঘাল দলের বিপক্ষে জয়লাভ করে। কিন্তু দলের জয় ছাপিয়ে নেইমারের ইনজুরির বিষয়টি এসেছে খবরের প্রধান শিরোনাম হয়ে। 

নেইমার ম্যাচের ৫৮ মিনিটে মাঠে নামেন। কিন্তু তিনি ৩০ মিনিট খেলেই পায়ের পেছনের দিকে আঘাত পান। ফলে দলের কোচ তাকে মাঠ থেকে তুলে নেন। 

ভক্তরা আশা করেছিলেন নেইমার অচীরেই ব্রাজিল দলের হয়ে মাঠে নামবেন। তিনি ব্রাজিলের বেশ কয়েকটি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অংশ নিতে পারেননি ইনজুরির কারণে। নতুন করে ইনজুরিতে পড়ায় এখন জাতীয় দলের হয়ে মাঠে নামা হয়তো আরও বিলম্বিত হবে। 

তবে নেইমার ইন্সটাগ্রামে একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি লিখেছেন, ‍‍‘এক বছর পর মাঠে নামলে এমনটা হতেই পারে। সামান্য চোট পেয়েছি, বড় কিছু নয়।‍‍’

Link copied!