নতুন বছরে নতুন ক্লাবে সুয়ারেজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৩, ০৬:১৩ পিএম
নতুন বছরে নতুন ক্লাবে সুয়ারেজ
ছবি: সংগ্রহীত

বছরের শুরুতেই সুখবর দিলেন উরুগুইয়ান ফুটবলার লুইস সুয়ারেজ। নতুন বছরে নতুন ক্লাবের হয়ে মাঠে নামবেন বার্সেলোনার সাবেক এই ফুটবলার। সুয়ারেজের নতুন ক্লাব ব্রাজিলের গ্রেমিও।

আপাতত দুই বছরের চুক্তিতে গ্রেমিওতে যোগ দিয়েছনে সুয়ারেজ। এর আগে  গত বছর মৌসুমের মাঝখানে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ছোটবেলার ক্লাব ন্যাসিওলানে যোগ দিয়েছিলেন তিনি। ন্যাসিওলানের হয়ে খেলেছেন ১৬টি ম্যাচে আটটি গোল করেছেন সুয়ারেজ। এ সময়ে উরুগুয়ে চ্যাম্পিয়নশিপও জিতেছেন তিনি।

চলতি বছরের ১৭ জানুয়ারি সাও লুইসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে গ্রেমিও। নিজের ট্রেডমার্ক ৯ নম্বর জার্সিতেই খেলবেন সুয়ারেস।

ক্যারিয়ারের সুবর্ণ সময় বার্সেলোনাতে কাটিয়েছেন সুয়ারেজ। লিওনেল মেসি ও নেইমারের তার জুটি বিশ্বের অন্যতম ভয়ঙ্কত জুটিতে পরিণত হয়েছিল।

কিন্তু এরপর আচমকাই সুয়ারেজকে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে বিক্রি করে দেয় বার্সেলোনা। তবে সেখানেও খুব বেশি খেলেননি তিনি। গত বছরের অক্টোবর থেকেই ক্লাববিহীণ ছিলেন সুয়ারেজ। অবশেষে তার স্থায়ী ঠিকানা হলো।

Link copied!