বিশ্বকাপের মঞ্চে সর্বশেষ ২০১৪ সালে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস। সেমিফাইনালে সেদিন ১২তম মিনিটের লড়াইয়েও কোনো দল গোলের দেখা পায়নি। এরপর টাইব্রেকারে ডাচদের হারিয়ে ফাইনাল উঠেছিল আর্জেন্টিনা।
আট বছর আগের ওই ম্যাচে নেদারল্যান্ডসের কোচ ছিলেন লুইস ফন গাল। চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ডাচরা। এ ম্যাচেও নেদারল্যান্ডসের ডাগআউটে থাকবেন সেই গাল।
আট বছর আগের সেই হারের ক্ষত যে এখনও শুকায়নি সেটা গালের কথা শুনেই বোঝা গেল। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে রীতিমতো প্রতিশোধের হুঙ্কার দিয়েছেন গাল। তবে তার আগে এটাও স্বীকার করেছেন, আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি একাই যে কোনো ম্যাচে প্রেক্ষাপট পাল্টে দিতে পারেন।
গাল বলেন, “মেসি এমন একজন খেলোয়াড় যে একাই ম্যাচের চিত্র পাল্টে দিতে পারে। ২০১৪ বিশ্বকাপে যদিও মেসি গোল পায়নি, কিন্ত টাইব্রেকারে আমরা হেরে যাই। আমরা এবার তার প্রতিশোধ চাই।”
শুক্রবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নেদারল্যান্ডস।