• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১, ৬ রবিউস সানি ১৪৪৬
কাতার বিশ্বকাপ

আর্জেন্টিনাকে অসম্মান করেছেন নেদারল্যান্ডস কোচ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২২, ০৫:০১ পিএম
আর্জেন্টিনাকে অসম্মান করেছেন নেদারল্যান্ডস কোচ
ছবিঃ গেটি ইমেজস

মাঠে খেলার সময় যতটা চঞ্চল, খেলার বাইরে ঠিক ততটাই শান্ত লিওনেল মেসি। কিন্তু সেই মেসিকে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে হারের দেখা গেলো অন্যরুপে। যেন উগ্রমূর্তি ধারণ করলেন, ডাচ কোচ লুই ফন হালকে শুনিয়ে দু-চার কথাও।

ম্যাচ শেষে মেসির এমন রুপ দেখে সবাই যারপরানাই অবাক! ফুটবল ম্যাচে তো কত মারাত্মক ফাউলের শিকার হয়েছে, তর্কে জড়িয়েছনে রেফারি বা প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে তবুও এমন রুপ তো আগে দেখা যায়নি মেসির।

ম্যাচ শেষে এত রেগে যাওয়ার রহস্য খোলাসা করেছেন মেসি। আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে মনস্তাতিক কৌশলের অংশ হিসেবে মেসি ও তার দলকে নিয়ে অনেক কথাই বলেছনে ডাচ কোচ লুই ফন গাল।

সে কথাগুলো যে মেসি স্বাভাবিকভাবে নেননি সেটাই প্রকাশ পেলো মেসির এমন রুপে। মেসির দাবি এত অভিজ্ঞতাওয়ালা একজন কোচ যেভাবে কথা বলেছেন সেটা আর্জেন্টিনার জন্য অসম্মানজনক।

মেসি বলেন, “আমি রেগে গিয়েছিলাম ফন হালের জন্য, তার যে অভিজ্ঞতা তাতে করে সে সেভাবে কথা বলেছে সেটা অস্মমানজনক। আমি এরকম হওয়ার ইচ্ছা ছিল না কিন্তু এটার কোনো মানে হতে পারে। আমার মনে হয়েছে সে আর্জেন্টিনা দলকে অসম্মান করেছে।”

Link copied!