ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। স্কট এডওয়ার্ডসের নেতৃত্বে ঘোষিত দলের আকার ১৫। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। ডাচদের বিশ্বকাপ দলে ফিরেছেন রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে, ভ্যান মিকেরেন ও কলিন অ্যাকারম্যান। অভিষেকের অপেক্ষায় থাকা সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখটও সুযোগ পেয়েছেন দলে।
এ বছরের শুরুর দিকে বিশ্বকাপের বাছাইপর্ব খেলে মূলপর্বের টিকিট নিশ্চিত করে নেদারল্যান্ডস। বাছাইপর্বে খেলেননি রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে, ভ্যান মিকেরেন ও কলিন অ্যাকারম্যান। কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলায় তারা জাতীয় দলে সার্ভিস দিতে পারেননি। কিন্তু বিশ্বকাপ দলে ঠিকই জায়গা করে নিয়েছেন তিন তারকা। দলে রিজার্ভ হিসেবে সুযোগ পেয়েছেন দুজন। তারা হলেন- নোয়া ক্রোস ও কাইল ক্লেইন।
নেদারল্যান্ডস দল
স্কট এডওয়ার্ডস, ম্যাক্স ও’দাউদ, বিক্রম সিং, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, ওয়েসলি বারেসি, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুরু, রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে, লোগান ভ্যান বেক, সাকিব জুলফিকার, শারিজ আহমেদ, রায়ান ক্লেইন, আরিয়ান দত্ত ও পল ভ্যান মিকেরেন।
রিজার্ভ: নোয়া ক্রোস ও কাইল ক্লেইন।