• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

এশিয়া কাপের জন্য দল ঘোষণা করলো নেপাল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৩, ০৯:১৬ পিএম
এশিয়া কাপের জন্য দল ঘোষণা করলো নেপাল
ফাইল ছবি

আসন্ন এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে নেপাল। এশিয়া কাপে দলকে নেতৃত্ব দেবেন রোহিত পাউডেল। দলের সেরা ক্রিকেটারদের নিয়েই এবারের এশিয়া কাপে স্কোয়াড সাজিয়েছে নেপাল।

ব্যাটিং ও বোলিংয়ে দারুণ কিছু ক্রিকেটার রয়েছে নেপাল দলে। তাদের মধ্যে রয়েছেন; আসিফ শেখ, কুশল ভুর্টেল, কুশল মাল্লা, সন্দীপ লামিচানে ও গুলশান ঝা। দলের প্রয়োজনে এরা দলকে জয় এনে দিতে সাহায্য করবে। তবে সবার নজর থাকবে সন্দীপ লামিচানের ওপর।

অভিজ্ঞ ও তারুণদের নিয়ে দারুণ এক দল গঠন করেছে নেপাল। এবারের এশিয়া কাপের গ্রুপ ‍‍`এ‍‍` তে পড়েছে তারা। এই গ্রুপে তাদের সঙ্গী ভারত ও পাকিস্তান। গ্রুপে সবচেয়ে দুর্বল দল হলেও, এশিয়া কাপের মতো টুর্নামেন্টে খেলতে পেরে বেশ গর্বিত তারা। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই ৩০ আগস্ট পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে নেপাল।   

এশিয়া কাপের জন্য নেপালের ১৭ সদস্যের স্কোয়াড

রোহিত পাউডেল (অধিনায়ক), আসিফ শেখ, কুশল ভুর্টেল, ললিত রাজবংশী, ভীম শারকি, কুশল মাল্লা, দীপেন্দ্র সিং আইরি, সন্দীপ লামিচানে, করণ কেসি, গুলশান ঝা, আরিফ শেখ, সোমপাল কামি, প্রতিস জিসি, কিশোর মাহাতো, সুদীপ জোরা, অর্জুন সৌদ এবং শ্যাম ঢাকাল।

Link copied!