সিলেট বিভাগকে হারিয়ে জাতীয় লিগে শিরোপা পুনরুদ্ধার করল ঢাকা বিভাগ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিলেটকে ৫২ রানে হারিয়েছে সাইফ হাসানের দল। পাঁচ ম্যাচের মধ্যে ৪ জয় ও ১ ড্রয়ে ঢাকার পয়েন্ট ৩৭। জাতীয় লিগে এটি ঢাকার সপ্তম শিরোপা। এবারের আগে ২০২১-২২ মৌসুমে সর্বশেষ শিরোপা জিতেছিল সাইফ হাসানরা।
সিলেটের বিপক্ষে ম্যাচের প্রথম ইনিংসে ঢাকা গুটিয়ে যায় ২৬৬ রানে। দলের হয়ে মাহিদুল ইসলাম শতক না করলে হয়ত আরও আগেই গুটিয়ে যেত ঢাকা। জবাবে ঢাকার নিয়ন্ত্রিত বোলিংয়ে সিলেট থামে ২১১ রানে। ৫৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ঢাকা। এবার তাদের সিলেট গুটিয়ে দেয় ১৫৪ রানে। ফলে সিলেটের সামনে লক্ষ্য দাঁড়ায় ২১০ রানের। কিন্তু সেই রানটুকু তুলতে ব্যর্থ হন সিলেটের ব্যাটাররা। ১৫৭ রানেই থামে তাদের ইনিংস। প্রথম শ্রেণির ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির সৌজন্যে ঢাকার জয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন মাহিদুল।
রংপুর বিভাগ ও ঢাকা মহানগরের দিনের অন্য ম্যাচটি ড্র হয়েছে। এই ড্রয়ের ফলে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ঢাকা মহানগর। ১৮ নভেম্বর শুরু হতে যাওয়া জাতীয় লিগের শেষ রাউন্ডে বোনাস পয়েন্টসহ জিতলেও ঢাকাকে টপকাতে পারবে না মহানগর।
শিরোপা পুনরুদ্ধারের অভিযানে সম্মিলিত পারফরম্যান্সের সুফল পেয়েছে ঢাকা। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা দশে নেই তাদের কোনো ব্যাটার। দুই ফিফটি ও এক সেঞ্চুরিতে ৩২০ রান করে ১২ নম্বরে আছেন রনি তালুকদার।
বোলারদের মধ্যে নয় ইনিংসে ২৪ উইকেট নিয়ে তিন নম্বরে নাজমুল ইসলাম। বাঁহাতি পেসার সালাউদ্দিন শাকিল ৯ ইনিংসে ১৭ উইকেট নিয়ে আছেন ৯ নম্বরে।