• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

নাহিদ রানার তোপে ম্যাচে ফিরেছে বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫, ০১:০১ পিএম
নাহিদ রানার তোপে ম্যাচে ফিরেছে বাংলাদেশ
নাহিদ রানা। ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম দিনে প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। শেষ বিকেলে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৬৭ রান তুলে দিন শেষ করে রোডেশিয়ানরা। বাজে একটি দিন কাটানোর পর দ্বিতীয় দিনের প্রথম সেশনে পেসার নাহিদ রানার তোপে ম্যাচে ফিরেছে বাংলাদেশ।

দ্বিতীয় দিনের প্রথম সেশনে খেলা হয়েছে ২৩ ওভার ৫ বল। যেখানে ৪ উইকেট হারিয়ে ৬৬ রান করেছে জিম্বাবুয়ে। এর মধ্যে তিনটি উইকেট নিয়েছেন নাহিদ, বাকি উইকেটটি হাসান মাহমুদের। সবমিলিয়ে প্রথম ইনিংসে এখনো পর্যন্ত জিম্বাবুয়ের রান ৪ উইকেট হারিয়ে ১৩৩। প্রথম ইনিংসে বাংলাদেশ থেকে এখনো ৫৮ রান পিছিয়ে সফরকারীরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটির দ্বিতীয় দিনে শুরুটা দুর্দান্ত করেছিল বাংলাদেশ। আগের দিনের সঙ্গে ২ রান যোগ হতেই বেন কারেনকে মুমিনুল হকের ক্যাচ বানান নাহিদ। বেশিক্ষণ টিকতে পারেননি ইনিংসের শুরু থেকেই মারকুটে সব শট খেলা ব্রায়ান বেনেট, শিকারী ওই নাহিদই। দুর্দান্ত এক বাউন্সারে উইকেটের পেছনে জাকের আলির হাতে ক্যাচ দিতে বাধ্য হন তিনি। ফেরার আগে ৬৪ বলে ১০টি চারে ৫৭ রানের অসাধারণ এক ইনিংস খেলেন তিনি।

৮৮ রানে দ্বিতীয় ব্যাটার হিসেবে বেনেট ফেরার পর একই রানে পরের ওভারে নিক ওয়েলচকে ফেরান হাসান মাহমুদ। বলের লাইন বুঝতে না পেরে বোল্ড হন তিন নম্বরে নামা এই ব্যাটার। এরপর প্রতিরোধ গড়ে তুলেছিলেন শন উইলিয়ামস ও অধিনায়ক ক্রেইগ আরভিন। তবে মধ্যাহ্ন বিরতির একটু আগে ভাঙে এই জুটি। দলীয় ১২৯ রানে চতুর্থ ব্যাটার হিসেবে ফেরেন আরভিন (৩৯ বলে ৮)। নাহিদের বলেই উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। উইকেটে উইলিয়ামসের (৩৩) সঙ্গে আছেন ওয়েসলি মাধেভেরে (৪)। 

Link copied!